গাজার পক্ষে বিশ্ব মুসলিমকে এক হতে হবে: এরশাদ
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-07-29 17:35:28.0 BdST Updated: 2014-07-29 17:39:27.0 BdST
ফিলিস্তিনে হামলা বন্ধে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
ঈদের দিন মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “আজ এই (ঈদের) দিনে ফিলিস্তিনে হামলা হচ্ছে। নির্বিচারে মহিলা, শিশুদের হত্যা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড বন্ধে সমগ্র মুসলিম বিশ্বের এক হওয়া উচিত।”
অনুষ্ঠানে বক্তব্যে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আলোচনার মাধ্যমে গাজা পরিস্থিতি শান্ত করার ওপর জোর দেন।
“আসলে হানাহানি, রক্তপাত কারোরই কাম্য নয়। আলাপ, আলোচনা, সংলাপের মধ্য দিয়ে যে কোনো সমস্যার সমাধান হওয়া সম্ভব। আমি ইসরায়েলর সরকারকে আহ্বান জানাব হামলা বন্ধ করে ফিলিস্তিনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করতে।”
অনুষ্ঠানে এরশাদ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
“২০১৯ সালের নির্বাচনে আমাদের টার্গেট সংসদে ১৫১টি আসন,” একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশা কর্মীদের দেখান এরশাদ।
বনানী মসজিদে ঈদের নামাজ পড়ার পর সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে যান এরশাদ। পরে আলাদাভাবে উপস্থিত হন এরশাদের ভাই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের ও স্ত্রী রওশন এরশাদ।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদসহ কেন্দ্রীয় নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment