হিরোশিমায় এটম বোমা নিক্ষেপকারী শেষ জীবিতের মৃত্যু
>> নিউজ ডেস্ক
Published: 2014-07-30 12:42:36.0 BdST Updated: 2014-07-30 12:51:44.0 BdST
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা শহরে যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যে দলটি এটম বোমা নিক্ষেপ করেছিল সেই দলের জীবিত শেষ সদস্য থিওডোর ভ্যান ক্রিক মারা গেছেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে অবসরপ্রাপ্তদের একটি আবাসে ৯৩ বছর বয়সে তিনি মারা যান বলে জানিয়েছে বিবিসি।
বার্ধক্যজনিত কারণে ক্রিকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে টম ভ্যান ক্রিক।
“ডাচ” নামে পরিচিত ক্রিক হিরোশিমায় বোমা নিক্ষেপকারী বিমান এনোলা গে’র নেভিগেটর ছিলেন। ওই সময় তার বয়স ছিল ২৪ বছর।
১৯৪৫ সালের ৬ অগাস্ট নিক্ষেপ করা “লিটল বয়” নামের বিশ্বের প্রথম ওই নিউক্লিয়ার বোমায় এক লাখ ৪০ হাজার হিরোশিমাবাসী নিহত হয়েছিলেন।
এই হামালার জন্য পরবর্তীতে কোনো অনুশোচনা বোধ করেননি ক্রিক, বিষয়টি নিয়ে কখনো দুঃখও প্রকাশ করেননি। বরং এটম বোমা হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে সহায়তা করেছিল বলে দাবী করেছেন তিনি।
বার্ধক্যজনিত কারণে ক্রিকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে টম ভ্যান ক্রিক।
“ডাচ” নামে পরিচিত ক্রিক হিরোশিমায় বোমা নিক্ষেপকারী বিমান এনোলা গে’র নেভিগেটর ছিলেন। ওই সময় তার বয়স ছিল ২৪ বছর।
১৯৪৫ সালের ৬ অগাস্ট নিক্ষেপ করা “লিটল বয়” নামের বিশ্বের প্রথম ওই নিউক্লিয়ার বোমায় এক লাখ ৪০ হাজার হিরোশিমাবাসী নিহত হয়েছিলেন।
এই হামালার জন্য পরবর্তীতে কোনো অনুশোচনা বোধ করেননি ক্রিক, বিষয়টি নিয়ে কখনো দুঃখও প্রকাশ করেননি। বরং এটম বোমা হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে সহায়তা করেছিল বলে দাবী করেছেন তিনি।
২০১০ সালে এনোলা গে’র অপর ক্রু ইলেকট্রনিক টেস্ট অফিসার মরিস জেপসন মারা যাওয়ার পর হিরোশিমা অভিযানের বেঁচে থাকা শেষ ক্রু ছিলেন ক্রিক।
আগামী সপ্তাহে পেনসেলভানিয়ায় তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে ধারণা করা হচ্ছে।
হিরোশিমায় এটম বোমা নিক্ষেপ করার তিনদিন পর জাপানের অপর শহর নাগাসাকিতে “ফ্যাট ম্যান” নামের আরেকটি এটম বোমা নিক্ষেপ করা হলে এক বোমায় আরো ৮০ হাজার মানুষ নিহত হন।
No comments:
Post a Comment