Tuesday, July 29, 2014

কেন মানুষের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়েছে বামেদের, আত্মসমীক্ষা করুন: মানিক

সি রাজেশ্বর রাও শতবার্ষিকী সভা
কেন মানুষের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়েছে বামেদের, আত্মসমীক্ষা করুন: মানিক

আজকালের প্রতিবেদন: মানুষের সঙ্গে বামপম্হীদের সম্পর্ক দুর্বল হয়েছে৷‌ গত তিনটি লোকসভা ভোটে সংসদে বামপম্হীদের আসন কমার মধ্যে এটা প্রতিফলিত৷‌ এর আত্মসমালোচনা হওয়া দরকার৷‌ কমিউনিস্ট নেতা সি রাজেশ্বর রাওয়ের জন্মশতবর্ষের হলসভায় বক্তব্য পেশ করতে গিয়ে এ কথা বললেন সি পি এম পলিটব্যুরো সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার৷‌ সি পি আই রাজ্য পরিষদের ডাকে এদিন প্রাক্তন সাধারণ সম্পাদক সি রাজেশ্বর রাওয়ের জন্মশতবর্ষ উদ‍্যাপন করা হয়৷‌ যক্ষ্মা নিবারণী হলের এই হলসভায় সি পি এম-সহ চার বাম দলের শীর্ষ নেতৃত্ব উপস্হিত ছিলেন৷‌ মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন প্রধান বক্তা৷‌ পার্টি দু’ভাগ হওয়ার দিন পর্যম্ত সমস্ত তর্কবিতর্কের অবসান চেয়ে পার্টিকে কীভাবে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন সি রাজেশ্বর রাও, তা তুলে ধরেন তিনি৷‌ মুখ্যমন্ত্রী বলেন, আপাদমস্তক গণতান্ত্রিক মানুষ ছিলেন সি রাজেশ্বর রাও৷‌ ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আপস করেননি৷‌ বাবরি মসজিদ ধ্বংসের আগে ভারতবর্ষের যে কয়েকজন নেতা বুঝতে পেরেছিলেন ষড়যন্ত্রের কথা, তার মধ্যে অন্যতম এই কমিউনিস্ট নেতা৷‌ উত্তরপ্রদেশে গিয়ে ষড়যন্ত্র তুলে ধরে মানুষকে আন্দোলনের জন্য সোচ্চার করার চেষ্টা করেছেন তিনি৷‌ পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিলে ছুটে গেছেন৷‌ মানুষকে ঐক্যবদ্ধ রাখতে দারুণ ভূমিকা নিয়েছেন৷‌ মানিক সরকার আরও দাবি করেন, সি রাজেশ্বর রাও মানবতাবাদী ছিলেন৷‌ তবে ভাববাদী চিম্তা থেকে নয়, বস্তুবাদী চিম্তা থেকেই সমাজের পিছিয়ে-থাকা অংশের মানুষের কথা ভাবতেন৷‌ গত তিনটি লোকসভা ভোটে বামপম্হীরা দুর্বল হওয়া এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বি জে পি-র ক্ষমতায় আসার মধ্য দিয়ে দেশের রাজনীতির মধ্যে যে মৌলিক পরিবর্তন এসেছে, তার মোকাবিলায় রাজেশ্বর রাওদের দেখানো পথে চলতে বলেন মুখ্যমন্ত্রী৷‌ তুলে ধরেন দেশের চলতি জটিল পরিস্হিতি৷‌ তিনি বলেন, আমরা কারও ধর্মবিশ্বাসে আঘাত করি না৷‌ তবে ধর্মনিরপেক্ষতা হল, রাষ্ট্রের কোনও ধর্ম থাকবে না৷‌ ধর্মের নামে রাজনীতি হবে না৷‌ বি জে পি সেটাই করতে চাইছে৷‌ তার প্রমাণ বি জে পি সরকার কেন্দ্রে বসার পর ২৩ থেকে ২৫টি সাম্প্রদায়িক হামলা হয়েছে৷‌ দেশের একতা, সংহতি হুমকির মুখে৷‌ একই সঙ্গে কংগ্রেস যেখানে উদার অর্থনীতি কার্যকর করার প্রয়াস শেষ করেছে, বি জে পি সেখান থেকে আরও ভয়ানকভাবে শুরু করেছে৷‌ লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্হা বিক্রি করে দেশে বিদেশি পুঁজি ঢোকাচ্ছে বি জে পি সরকার৷‌ অন্যদিকে গ্রামের উন্নয়নের জন্য টাকা নেই৷‌ রেগাকে সঙ্কোচন করা হচ্ছে৷‌ একসঙ্গে প্রশাসনে হিন্দুত্ববাদী ভাবধারার অনুসারীদের বসাতে চাইছে৷‌ এর পর দেশের শিক্ষা-সংস্কৃতিতে হাত দেবে৷‌ দেশের মনোজগৎ নষ্ট করার চেষ্টা করবে৷‌ এই সমস্যাগুলি তুলে ধরে সি পি এম পলিটব্যুরো সদস্য মানিক সরকার পরিষ্কারভাবেই বামপম্হী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, শুধু সমস্যা বললে হবে না, সমস্যা যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে আন্দোলন তীব্র করতে হবে৷‌ যার যেখানে যতটা শক্তি আছে, লড়াই করতে হবে৷‌ এই লড়াই বামপম্হীরা ছাড়া আর কেউ করবে না৷‌ এবার লোকসভা নির্বাচনে বামপম্হীরা ১২টি আসন পেয়েছে৷‌ ভোট পেয়েছে ৫.৫ শতাংশ৷‌ স্বাধীনতার পর সবচেয়ে খারাপ ফলাফল৷‌ এই ফলাফলের আত্মসমালোচনা দরকার বলে জানান মানিক সরকার৷‌ তিনি বলেন, বামপম্হীরা মানুষের সঙ্গে তঞ্চকতা করে না৷‌ তার পরও মানুষের মধ্যে বামপম্হীদের প্রতিপত্তি কমছে কেন দেখতে হবে৷‌ তবে লড়াই বন্ধ রেখে তত্ত্ব নিয়ে আত্মসমীক্ষায় বসলে চলবে না৷‌ তিনি বলেন, লড়াই চলবে৷‌ আত্মসমীক্ষাও চলবে৷‌ প্রসঙ্গক্রমে আসে ত্রিপুরায় পর পর নির্বাচনে বিপুল জয়ের কথা৷‌ এক্ষেত্রে আত্মতুষ্টিতে না ভুগে কোথায় কোথায় বিচ্যুতি, খুঁজে দেখতে বলেন মুখ্যমন্ত্রী৷‌ তিনি বলেন, মানুষের মধ্যে যেতে হবে৷‌ মানুষের সঙ্গে মিশতে হবে৷‌ কথা শুনতে হবে৷‌ সত্যি কথা বলতে হবে৷‌ যার যতটা শক্তি আছে, সেই শক্তি নিয়ে মানুষের মধ্যে বেশি বেশি যাওয়ার শপথ নিতে হবে এই হলসভায়৷‌ তবে সবসময় লাখ লাখ মানুষ কথা শুনবে, সাজানো মঞ্চ থাকবে, এই ধরনের ভাবনা না রাখতে বামপম্হী নেতা-কর্মীদের বলেন মানিক সরকার৷‌ তিনি বলেন, যত কম সংখ্যক মানুষই থাকুক, আপনার কথা বলুন৷‌ বর্তমান কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, সংহতিবিরোধী, রাষ্ট্রবিরোধী ভূমিকার বিরুদ্ধে মানুষকে নিয়ে লড়াই করতে হবে৷‌ বক্তব্য পেশ করেন সি পি আই রাজ্য সম্পাদক প্রশাম্ত কাপালি, ফরওয়ার্ড ব্লক রাজ্য সভাপতি ড. ব্রজগোপাল রায়, আর এস পি-র রাজ্য সম্পাদক সুদর্শন ভট্টাচার্য প্রমুখ৷‌ উপস্হিত ছিলেন প্রবীণ বামপম্হী নেতা সুনীল দাশগুপ্ত, সি পি আই নেতা মন্ত্রী মণীন্দ্র রিয়াং, ধনমণি সিং প্রমুখ৷‌

No comments:

Post a Comment