সি রাজেশ্বর রাও শতবার্ষিকী সভা
|
কেন মানুষের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়েছে বামেদের, আত্মসমীক্ষা করুন: মানিক
আজকালের প্রতিবেদন: মানুষের সঙ্গে বামপম্হীদের সম্পর্ক দুর্বল হয়েছে৷ গত তিনটি লোকসভা ভোটে সংসদে বামপম্হীদের আসন কমার মধ্যে এটা প্রতিফলিত৷ এর আত্মসমালোচনা হওয়া দরকার৷ কমিউনিস্ট নেতা সি রাজেশ্বর রাওয়ের জন্মশতবর্ষের হলসভায় বক্তব্য পেশ করতে গিয়ে এ কথা বললেন সি পি এম পলিটব্যুরো সদস্য মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সি পি আই রাজ্য পরিষদের ডাকে এদিন প্রাক্তন সাধারণ সম্পাদক সি রাজেশ্বর রাওয়ের জন্মশতবর্ষ উদ্যাপন করা হয়৷ যক্ষ্মা নিবারণী হলের এই হলসভায় সি পি এম-সহ চার বাম দলের শীর্ষ নেতৃত্ব উপস্হিত ছিলেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন প্রধান বক্তা৷ পার্টি দু’ভাগ হওয়ার দিন পর্যম্ত সমস্ত তর্কবিতর্কের অবসান চেয়ে পার্টিকে কীভাবে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন সি রাজেশ্বর রাও, তা তুলে ধরেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, আপাদমস্তক গণতান্ত্রিক মানুষ ছিলেন সি রাজেশ্বর রাও৷ ধর্মনিরপেক্ষতার প্রশ্ন আপস করেননি৷ বাবরি মসজিদ ধ্বংসের আগে ভারতবর্ষের যে কয়েকজন নেতা বুঝতে পেরেছিলেন ষড়যন্ত্রের কথা, তার মধ্যে অন্যতম এই কমিউনিস্ট নেতা৷ উত্তরপ্রদেশে গিয়ে ষড়যন্ত্র তুলে ধরে মানুষকে আন্দোলনের জন্য সোচ্চার করার চেষ্টা করেছেন তিনি৷ পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিলে ছুটে গেছেন৷ মানুষকে ঐক্যবদ্ধ রাখতে দারুণ ভূমিকা নিয়েছেন৷ মানিক সরকার আরও দাবি করেন, সি রাজেশ্বর রাও মানবতাবাদী ছিলেন৷ তবে ভাববাদী চিম্তা থেকে নয়, বস্তুবাদী চিম্তা থেকেই সমাজের পিছিয়ে-থাকা অংশের মানুষের কথা ভাবতেন৷ গত তিনটি লোকসভা ভোটে বামপম্হীরা দুর্বল হওয়া এবং একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বি জে পি-র ক্ষমতায় আসার মধ্য দিয়ে দেশের রাজনীতির মধ্যে যে মৌলিক পরিবর্তন এসেছে, তার মোকাবিলায় রাজেশ্বর রাওদের দেখানো পথে চলতে বলেন মুখ্যমন্ত্রী৷ তুলে ধরেন দেশের চলতি জটিল পরিস্হিতি৷ তিনি বলেন, আমরা কারও ধর্মবিশ্বাসে আঘাত করি না৷ তবে ধর্মনিরপেক্ষতা হল, রাষ্ট্রের কোনও ধর্ম থাকবে না৷ ধর্মের নামে রাজনীতি হবে না৷ বি জে পি সেটাই করতে চাইছে৷ তার প্রমাণ বি জে পি সরকার কেন্দ্রে বসার পর ২৩ থেকে ২৫টি সাম্প্রদায়িক হামলা হয়েছে৷ দেশের একতা, সংহতি হুমকির মুখে৷ একই সঙ্গে কংগ্রেস যেখানে উদার অর্থনীতি কার্যকর করার প্রয়াস শেষ করেছে, বি জে পি সেখান থেকে আরও ভয়ানকভাবে শুরু করেছে৷ লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্হা বিক্রি করে দেশে বিদেশি পুঁজি ঢোকাচ্ছে বি জে পি সরকার৷ অন্যদিকে গ্রামের উন্নয়নের জন্য টাকা নেই৷ রেগাকে সঙ্কোচন করা হচ্ছে৷ একসঙ্গে প্রশাসনে হিন্দুত্ববাদী ভাবধারার অনুসারীদের বসাতে চাইছে৷ এর পর দেশের শিক্ষা-সংস্কৃতিতে হাত দেবে৷ দেশের মনোজগৎ নষ্ট করার চেষ্টা করবে৷ এই সমস্যাগুলি তুলে ধরে সি পি এম পলিটব্যুরো সদস্য মানিক সরকার পরিষ্কারভাবেই বামপম্হী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, শুধু সমস্যা বললে হবে না, সমস্যা যারা তৈরি করছে তাদের বিরুদ্ধে আন্দোলন তীব্র করতে হবে৷ যার যেখানে যতটা শক্তি আছে, লড়াই করতে হবে৷ এই লড়াই বামপম্হীরা ছাড়া আর কেউ করবে না৷ এবার লোকসভা নির্বাচনে বামপম্হীরা ১২টি আসন পেয়েছে৷ ভোট পেয়েছে ৫.৫ শতাংশ৷ স্বাধীনতার পর সবচেয়ে খারাপ ফলাফল৷ এই ফলাফলের আত্মসমালোচনা দরকার বলে জানান মানিক সরকার৷ তিনি বলেন, বামপম্হীরা মানুষের সঙ্গে তঞ্চকতা করে না৷ তার পরও মানুষের মধ্যে বামপম্হীদের প্রতিপত্তি কমছে কেন দেখতে হবে৷ তবে লড়াই বন্ধ রেখে তত্ত্ব নিয়ে আত্মসমীক্ষায় বসলে চলবে না৷ তিনি বলেন, লড়াই চলবে৷ আত্মসমীক্ষাও চলবে৷ প্রসঙ্গক্রমে আসে ত্রিপুরায় পর পর নির্বাচনে বিপুল জয়ের কথা৷ এক্ষেত্রে আত্মতুষ্টিতে না ভুগে কোথায় কোথায় বিচ্যুতি, খুঁজে দেখতে বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, মানুষের মধ্যে যেতে হবে৷ মানুষের সঙ্গে মিশতে হবে৷ কথা শুনতে হবে৷ সত্যি কথা বলতে হবে৷ যার যতটা শক্তি আছে, সেই শক্তি নিয়ে মানুষের মধ্যে বেশি বেশি যাওয়ার শপথ নিতে হবে এই হলসভায়৷ তবে সবসময় লাখ লাখ মানুষ কথা শুনবে, সাজানো মঞ্চ থাকবে, এই ধরনের ভাবনা না রাখতে বামপম্হী নেতা-কর্মীদের বলেন মানিক সরকার৷ তিনি বলেন, যত কম সংখ্যক মানুষই থাকুক, আপনার কথা বলুন৷ বর্তমান কেন্দ্রীয় সরকারের জনবিরোধী, সংহতিবিরোধী, রাষ্ট্রবিরোধী ভূমিকার বিরুদ্ধে মানুষকে নিয়ে লড়াই করতে হবে৷ বক্তব্য পেশ করেন সি পি আই রাজ্য সম্পাদক প্রশাম্ত কাপালি, ফরওয়ার্ড ব্লক রাজ্য সভাপতি ড. ব্রজগোপাল রায়, আর এস পি-র রাজ্য সম্পাদক সুদর্শন ভট্টাচার্য প্রমুখ৷ উপস্হিত ছিলেন প্রবীণ বামপম্হী নেতা সুনীল দাশগুপ্ত, সি পি আই নেতা মন্ত্রী মণীন্দ্র রিয়াং, ধনমণি সিং প্রমুখ৷
|
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Tuesday, July 29, 2014
কেন মানুষের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়েছে বামেদের, আত্মসমীক্ষা করুন: মানিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment