মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১০, নিখোঁজ দেড়শ
>> নিউজ ডেস্ক
Published: 2014-07-30 14:39:52.0 BdST Updated: 2014-07-30 19:27:08.0 BdST
ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে জেলায় প্রবল বৃষ্টির কারণে পাহাড়ধসে ১০ জন নিহত ও দেড়শ জনের বেশি মানুষ মাটিচাপা পড়েছে। বুধবার পুনে শহরের কাছের ভিমশঙ্কর গ্রামে ওই ভূমিধসে অন্তত ৪০টি ঘরবাড়ি মাটিচাপা পড়ে বলে বিবিসি’র খবরে উল্লেখ করা হয়।
ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী হর্ষবর্ধন পাতিল বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, উদ্ধারকর্মীরা ১০টি মৃতদেহ উদ্ধার করেছে। এখনো প্রায় দেড়শ’ মানুষ চাপা পড়ে আছে।
সকালে ভূমিধসের খবর পেয়েই ঘটনাস্থলের দিকে রওনা হন উদ্ধারকর্মীরা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছতে ব্যাপক প্রতিকূলতার মধ্যে পড়তে হয় তাদের।
স্থানীয় কমিশনার প্রভাকর দেশমুখের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিতে পাহাড়ের একটি অংশের মাটি পুরোপুরি ধসে পড়ে। এতে প্রায়ে ৪০টি বাড়ি চাপা পড়ে।
ওই পাহাড়ের নিচে প্রায় ৭০০ লোকের বসবাস ছিল বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে।
ভারতের জাতীয় দুর্যোগ পুনর্বাসন দপ্তরের উপ মহা পরিদর্শক এস এস গুলেরিয়া জানান, ধসের খবর পেয়ে ৪২ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে প্রবল বৃষ্টি ও বেহাল সড়কের কারণে তাদের পৌঁছাতে সময় লাগছে।
অবশ্য ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেছে বলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যাবন স্বয়ং এ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন।
সাগরে নিম্নচাপের প্রভাবে মহারাষ্ট্রের পুনে ও মুম্বাই অঞ্চলে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে সারা দিনে সেখানে ২২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় উদ্ধার কাজ বিঘ্নিত হয়ে পরিস্থিতি নাজুক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।
সকালে ভূমিধসের খবর পেয়েই ঘটনাস্থলের দিকে রওনা হন উদ্ধারকর্মীরা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছতে ব্যাপক প্রতিকূলতার মধ্যে পড়তে হয় তাদের।
স্থানীয় কমিশনার প্রভাকর দেশমুখের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টিতে পাহাড়ের একটি অংশের মাটি পুরোপুরি ধসে পড়ে। এতে প্রায়ে ৪০টি বাড়ি চাপা পড়ে।
ওই পাহাড়ের নিচে প্রায় ৭০০ লোকের বসবাস ছিল বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে।
ভারতের জাতীয় দুর্যোগ পুনর্বাসন দপ্তরের উপ মহা পরিদর্শক এস এস গুলেরিয়া জানান, ধসের খবর পেয়ে ৪২ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তবে প্রবল বৃষ্টি ও বেহাল সড়কের কারণে তাদের পৌঁছাতে সময় লাগছে।
অবশ্য ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেছে বলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চ্যাবন স্বয়ং এ বিষয়ে নির্দেশনা দিচ্ছেন।
সাগরে নিম্নচাপের প্রভাবে মহারাষ্ট্রের পুনে ও মুম্বাই অঞ্চলে গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে সারা দিনে সেখানে ২২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় উদ্ধার কাজ বিঘ্নিত হয়ে পরিস্থিতি নাজুক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কর্মকর্তারা।
No comments:
Post a Comment