জনতার মত জানতে নতুন ওয়েবসাইট মোদি সরকারের
নয়াদিল্লি, ২৬ জুলাই, ২০১৪
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উদ্বোধন করলেন একটি ওয়েবসাইটের৷ নাম wwwmygov.nic.in৷ এই ওয়েবসাইটের মাধ্যমে গঙ্গা শোধন, কর্মদক্ষতা বৃদ্ধি-সহ বিভিন্ন্ ধরনের সরকারি কর্মসূচিতে দেশবাসী তাঁদের নিজস্ব মতামত দিতে পারবেন৷ মোদি সরকারের ৬০ দিন পূর্তি উপলক্ষেই নতুন এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে৷ এদিন ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন তথ্যযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, ক্যাবিনেট সচিব অজিত শেঠ এবং তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের সচিব আর এস শর্মা৷
প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ৬০ দিনের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, দেশ গড়ার লক্ষ্যে অনেক নাগরিকই নিজেদের সময় ও দক্ষতাকে কাজে লাগাতে উত্সাহী৷ সরকারের এই নতুন ওয়েবসাইটটির মাধ্যমে উত্সাহী দেশবাসী প্রত্যক্ষভাবে নিজেদের মত পোষণ করে উন্নত পরিষেবার লক্ষ্যে বিভিন্ন্ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন৷ সরকারের সঙ্গে বিভিন্ন্ ক্ষেত্রে চিন্তাভাবনার আদানপ্রদান করতে পারবেন৷ মোদি বলেন, "ওয়েবসাইটটি ১২৩ কোটি ভারতবাসী ও সরকারের মধ্যে একটি সেতু রচনা করবে৷ সরকারে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া কোনওভাবেই গণতান্ত্রিক শাসনব্যবস্থা সফল হতে পারে না৷"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উদ্বোধন করলেন একটি ওয়েবসাইটের৷ নাম wwwmygov.nic.in৷ এই ওয়েবসাইটের মাধ্যমে গঙ্গা শোধন, কর্মদক্ষতা বৃদ্ধি-সহ বিভিন্ন্ ধরনের সরকারি কর্মসূচিতে দেশবাসী তাঁদের নিজস্ব মতামত দিতে পারবেন৷ মোদি সরকারের ৬০ দিন পূর্তি উপলক্ষেই নতুন এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে৷ এদিন ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন তথ্যযোগাযোগ মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, ক্যাবিনেট সচিব অজিত শেঠ এবং তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রকের সচিব আর এস শর্মা৷
প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ৬০ দিনের অভিজ্ঞতায় দেখা গিয়েছে, দেশ গড়ার লক্ষ্যে অনেক নাগরিকই নিজেদের সময় ও দক্ষতাকে কাজে লাগাতে উত্সাহী৷ সরকারের এই নতুন ওয়েবসাইটটির মাধ্যমে উত্সাহী দেশবাসী প্রত্যক্ষভাবে নিজেদের মত পোষণ করে উন্নত পরিষেবার লক্ষ্যে বিভিন্ন্ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন৷ সরকারের সঙ্গে বিভিন্ন্ ক্ষেত্রে চিন্তাভাবনার আদানপ্রদান করতে পারবেন৷ মোদি বলেন, "ওয়েবসাইটটি ১২৩ কোটি ভারতবাসী ও সরকারের মধ্যে একটি সেতু রচনা করবে৷ সরকারে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া কোনওভাবেই গণতান্ত্রিক শাসনব্যবস্থা সফল হতে পারে না৷"
No comments:
Post a Comment