সারদা-ঘনিষ্ঠ প্রভাবশালীদের জেরা আগস্টেই শুরু করবে সি বি আই৷ ৩১ জুলাইয়ের মধ্যে এ রাজ্যের তদম্ত রিপোর্ট জমা পন্ধক বা না পন্ধক৷ সি বি আই তাদের অবস্হান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সারদার সঙ্গে যাঁদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে, তাঁদের সবাইকেই পর্যায়ক্রমে জেরা করা শুরু হবে৷ তালিকাও তৈরি হয়ে গেছে৷ এজন্য শুধু কাগজপত্র বা ব্যাঙ্ক লেনদেনের নথিই নয়, টিভিতে সারদার যে সমস্ত অনুষ্ঠানে প্রভাবশালী যাঁদের দেখা গেছে, তাঁদের ভূমিকা কী ছিল, কেনই বা তাঁরা সারদার সঙ্গে ছিলেন– সবই জানবে সি বি আই৷ সি বি আইয়ের তদম্তকারী অফিসারদের একাংশের ধারণা তদম্তে ‘তথ্য গোপন’ এবং ‘তথ্যপ্রমাণ লোপাট’-এর মতো ঘটনা ঘটেছে৷ তদম্ত নথি দিতে গড়িমসির কারণ হিসেবে তাঁদের সন্দেহ এ কারণেই জোরালো হয়ে উঠেছে৷ সি বি আই সূত্রের খবর, ‘সিট’ (স্পেশাল ইনভেস্টিগেশন টিম)-এর এক পদস্হ কর্তা ইতিমধ্যেই দিল্লিতে গিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তির সঙ্গে দেখা করেছেন৷ সি বি আইয়ের সন্দেহ, তদম্ত প্রক্রিয়া চলার সময় অনেক ক্ষেত্রে ‘প্রভাব’ খাটানো হয়েছে৷ ঠিক কী কী ক্ষেত্রে ঘটনা ঘটেছে, নানা সূত্রে গত দু’মাস তদম্তে তাঁরা সেই সমস্ত তথ্য সংগ্রহ করেছেন৷ সারদা তদম্তের ‘ব্রেক থ্রু’ খুব তাড়াতাড়ি করার জন্য সি বি আই ইতিমধ্যেই অভিযোগের আওতায় রয়েছেন, এমন প্রভাবশালীদের সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করে, আলাদা আলাদা ফাইল তৈরি করেছে৷ যাতে জেরার পর যদি গ্রেপ্তারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আদালতে রিপোর্ট দিতে দেরি না হয়৷ আপাতত ২০ জনের নাম রয়েছে ওই তালিকায়৷ দেখা গেছে, আসাম, ওড়িশা ও পশ্চিমবঙ্গে একই সঙ্গে সারদা গোষ্ঠীর কাজকর্মে সরাসরি জড়িত ছিলেন, এমন প্রভাবশালী কয়েকজনের নাম উঠে এসেছে৷ একই ব্যক্তি রাজ্যে রাজ্যে কী করে জড়িয়ে পড়লেন, তা রীতিমতো ধন্দে ফেলেছে তদম্তকারী গোয়েন্দাদের৷ সেই সঙ্গে সরকারি কয়েকজন অফিসারের ভূমিকাও সন্দেহজনক ঠেকেছে৷ কেন না সারদা গোষ্ঠীর নানা অনুষ্ঠানে তাঁরাও ছিলেন৷ একবার নয়, একাধিকবার৷
|
No comments:
Post a Comment