পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ১৫
কুষ্টিয়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-07-29 17:56:16.0 BdST Updated: 2014-07-29 21:51:55.0 BdST
কুষ্টিয়ার দৌলতপুরে মঙ্গলবার বিকালে পদ্মা নদীতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিখোঁজ হয়েছেন।
দৌলতপুর উপজেলা প্রশাসন ও কুষ্টিয়া ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমুল ইসলাম পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি টিম উদ্ধর কাজ চালাচ্ছে।
স্থানীয়রা দুদফায় চেষ্টা চালিয়ে ছয় জনকে জীবিত উদ্ধার করেছে। আরো অন্তত ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। এদের সবার বাড়ি দৌলতপুরের বিভিন্ন গ্রামে।
ইউএনও আরো জানান, উদ্ধার হওয়াদের মধ্যে নৌকার মাঝি সেন্টু ও যাত্রী সেলিমকে গুরুতর অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের পরিচয় জানা যায়নি।
নৌকার মাঝি সেন্টু সাংবাদিকদের জানান, ঈদ উপলক্ষে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে ২০-২২ জন যাত্রী বিকাল সোয়া ৩টার দিকে দৌলতপুরের বৈরাগীর চর থেকে মাঝ পদ্মায় একটি চরে যাচ্ছিলেন তার নৌকায় করে।
ইঞ্জিনচালিত মাছধরা এ নৌকায় ২০-২২ জন যাত্রীর অধিকাংশই ছিলেন শিশু-কিশোর ও মহিলা।
কিছুদূর যাওয়ার পর প্রবল বাতাস ও স্রোতে নৌকাটি উল্টে যায় বলে জানান সেন্টু।
No comments:
Post a Comment