Saturday, July 26, 2014

চীনে এক ভাগ মানুষের হাতে দেশের তিন ভাগ সম্পদ!

চীনে এক ভাগ মানুষের হাতে দেশের তিন ভাগ সম্পদ!
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই, ২০১৪
কমিউনিস্ট শাসিত চীনের শীর্ষ এক শতাংশ পরিবার দেশের এক-তৃতীয়াংশের বেশি সম্পদ নিয়ন্ত্রণ করে। অর্থাৎ মাত্র একভাগ মানুষ ভোগ করছে তিন ভাগ সম্পদ। আর নিুস্তরের ২৫ শতাংশের হাতে রয়েছে দেশের মাত্র এক শতাংশ সম্পদ।
প্রাতিষ্ঠানিক রিপোর্টের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানায়। শুক্রবার ২০১২ সালের পরিসংখ্যান সংবলিত পিকিং ইউনিভার্সিটির এ রিপোর্টটি প্রকাশিত হয়।
এ রিপোর্টে চীনে প্রকট সামাজিক বৈষম্যের এ চিত্র প্রতিফলিত হয়েছে, যা দেশটিতে ব্যাপক অসন্তোষের উৎস। সম্পদের এ অসমতা ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জন্যও খুবই উদ্বেগের বিষয়। কেননা ক্ষমতার ওপর দলের নিয়ন্ত্রণে কোনো ধরনের চ্যালেঞ্জ এড়াতে তারা সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর অত্যন্ত গুরুত্ব আরও করে থাকে।
শুক্রবার রাতে পিপলস ডেইলি সংবাদপত্রের ওয়েবসাইটে পিকিং ইউনিভার্সিটির পরিসংখ্যানের ভিত্তিতে এ রিপোর্টটি প্রকাশিত হয়। পত্রিকাটির খবরে বলা হয়, গ্রাম ও শহরের মধ্যে মজুরির ব্যবধান চীনের সম্পদ বৈষম্যের প্রধান কারণ।
দুর্নীতি তদন্তের মুখে ২৫ হাজার
এদিকে চলতি বছরের প্রথম ছয়মাসে চীনে ২৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে এসব তদন্ত করা হয়েছে।
শুক্রবার এসব কথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
দেশটির সুপ্রিম পিপলস প্রসিকিউটরের (এসপিপি) বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, অভিযোগগুলোর মধ্যে ৮৫ ভাগই ছিল ৫০ হাজার ইউয়ান (প্রায় সাড়ে ছয় লাখ টাকা) বা তারও বেশি অর্থ ঘুষ গ্রহণ বা এক লাখ ইউয়ান তবিল তছরুপের ঘটনা।
এ ধরনের বড় ঘটনা ২০১৩ সালের একই সময়ের তুলনায় চলতি বছর ১৪ শতাংশ বেড়ে গিয়েছিল বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ক্ষমতায় আরোহনকালেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করার ঘোষণা দিয়েছিলেন।
সরকারি কর্মকর্তারা জনগণের করের অর্থের অপচয় করছেন বা ব্যক্তিগত সুবিধা নেয়ার ক্ষেত্রে নিজেদের পেশাগত অবস্থান ব্যবহার করছেন এমন সন্দেহ ঘনিয়ে ওঠার মুখেই শি দায়িত্ব নিয়েছিলেন।
দুর্নীতি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট শি।
অবৈধ অর্থ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তাদের পেছনেও ধাওয়া করেছে চীন। বছরের প্রথম ছয়মাসে এ রকম ৩২০টি দুর্নীতির অভিযোগ শনাক্ত করে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।
এই অভিযানে রুই-কাতলা থেকে শুরু করে চুনোপুটিদেরও ছাড় না দেয়ার প্রত্যয় জানিয়েছিলেন শি।
এর আওতায় চীনের সামরিক কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান শু কাইহুসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগ গ্রেফতার করেছেন তদন্তকারীরা।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/27/127862#sthash.mLIAL8Y2.dpuf

No comments:

Post a Comment