সংঘাতের শিকার হচ্ছে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী
অনলাইন ডেস্ক, ৩০ জুলাই:
প্রকাশ : ৩০ জুলাই, ২০১৪
মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত এবং সাম্প্রদায়িক সহিংসতার কারণে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর লোকজনকে বাড়ি-ঘর ছেড়ে পালাতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের বার্ষিক প্রতিবেদনে এই সহিংসতার মাত্রাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে।
প্রতিবেদনে সিরিয়ার উদাহরণ বড় করে তুলে ধরা হয়েছে, যেখানে ক্রীষ্টানদের উপস্থিতি আগের তুলনায় প্রায় নগণ্য হতে চলেছে। আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ক্রীষ্টান আর মুসলমানদের মধ্যে সহিংসতার কারণে ১০ লক্ষ মানুষ নিজ বাড়ি থেকে পালিয়ে গেছে।
পররাষ্ট্র দফতর বলছে, চীন, সৌদি আরব এবং রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এখনো ধর্ম পালনের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করছে। তবে এই প্রতিবেদনে ইরাক-এর সাম্প্রতিক ঘটনাবলির উল্লেখ করা হয়নি।
ইসলামপন্থী সংগঠন আইসিস ইরাকের যেসব অঞ্চল দখল করেছে, সেখান থেকে হাজার হাজার মানুষ পালিয়ে গেছে।
No comments:
Post a Comment