ইরাকে নৃশংসতার ভিডিও ছাড়লো জঙ্গিরা
>> রয়টার্স
Published: 2014-07-30 21:41:13.0 BdST Updated: 2014-07-30 21:44:21.0 BdST
ইরাকের সেনাবাহিনীকে মানসিকভাবে ভয়ার্ত করতে নিজেদের নৃশংসতার একটি ভিডিও প্রকাশ করেছে আল কয়েদা সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট।
৩০ মিনিটের ওই ভিডিওতে জঙ্গি দলের সাহসী যোদ্ধাদের কসরত দেখানো হয়। এছাড়া রয়েছে বিভিন্ন যুদ্ধক্ষেত্র দখলের খণ্ডচিত্র। বিরাগভাজন মসজিদ ও উপাসনালয়গুলো বিস্ফোরণে উড়িয়ে দেয়ার দৃশ্যও প্রচার করা হয় ভিডিওতে।
আগামী দিনের যুদ্ধে ইরাকি সেনাদেরকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতেই ওই ভিডিওটি প্রকাশ করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদক জানান। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
ভিডিওতে বিভিন্ন স্থান থেকে আটক ভিন্নমতাবলম্বীদের হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এমন ইঙ্গিত রয়েছে। এছাড়া জঙ্গিদের আত্মঘাতী স্কোয়াডের এক সদস্যের অভিযানে যাওয়ার দৃশ্যও এতে রয়েছে।
ইতোমধ্যেই ইরাকি সেনাদের কাছ থেকে ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশের দখল নিয়েছে জঙ্গিরা। তাদের আক্রমণের মুখে অনেক শহরের ব্যারাক ছেড়ে পালিয়েছে সেনাবাহিনী। এমনকি নিজেদের ব্যবহৃত সমরাস্ত্রগুলোও ছেড়ে এসেছে।
ইরাক-সিরিয়ার বড় অংশের দখল নিয়ে সেখানে একটি ‘খেলাফত’ ধাঁচের রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য।
No comments:
Post a Comment