বউ বেচে বাইক
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪
সামান্য কিছু টাকার জন্য নিজের বউ বিক্রি করে দিলেন এক ব্যক্তি। ভারতের মধ্যপ্রদেশের বৈতুল জেলায় এমনই এক ঘটনা ঘটেছে। আসলে ওই ব্যক্তির একটি মোটরবাইক কেনার ইচ্ছে । তবে সাধ থাকলেও সাধ্য নেই, তাই স্ত্রীকে ৫০ হাজার টাকায় বেচে তিনি ওই টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে নিলেন। ওই ব্যক্তির একটি দেড় বছরের ছেলেও আছে যে তার বড় ভাইয়ের কাছে রয়েছে। মহিলাকে তার স্বামী এক দালালের কাছে বিক্রি করার পর ওই দালাল অন্য এক ব্যক্তির কাছে ওই মহিলাকে আরও চড়া দামে বিক্রি করে দেয়। মহিলার বাবা পুলিশের কাছে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ দায়ের করলে ঘটনার কথা সামনে আসে। এসপির আদেশে পুলিশ তদন্তে নেমে নির্যাতিত মহিলাকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, আদিবাসী ওই মহিলার সঙ্গে চার বছর আগে সাহেব লাল উদকের বিয়ে হয়। তাদের একটি দেড় বছরের সন্তান রয়েছে। কয়েক মাস আগে হঠাৎই ওই মহিলা নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোকরা তার খোঁজ শুরু করলেও কোনো লাভ হয়নি। কিছু দিন পরে মহিলার বাবা বুঝতে পারেন তার জামাই মেয়েকে বিক্রি করে সেই টাকায় মোটরবাইক কিনেছে? তখনই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ডিএনএন।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/03/118179#sthash.Q4QLM5pn.dpufপুলিশ জানিয়েছে, আদিবাসী ওই মহিলার সঙ্গে চার বছর আগে সাহেব লাল উদকের বিয়ে হয়। তাদের একটি দেড় বছরের সন্তান রয়েছে। কয়েক মাস আগে হঠাৎই ওই মহিলা নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোকরা তার খোঁজ শুরু করলেও কোনো লাভ হয়নি। কিছু দিন পরে মহিলার বাবা বুঝতে পারেন তার জামাই মেয়েকে বিক্রি করে সেই টাকায় মোটরবাইক কিনেছে? তখনই তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ডিএনএন।
No comments:
Post a Comment