নতুন খলিফার ধর্মযুদ্ধের ডাক
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪
মুসলিম বিশ্বে ধর্মযুদ্ধের (পবিত্র যুদ্ধ) ডাক দিলেন ইরাক-সিরিয়ার নতুন খলিফা আবু বকর আল বাগদাদি। সেই সঙ্গে জঙ্গি গোষ্ঠী আইএসআইএলর উত্থানকে নবযুগ অভিহিত করলেন আইএসআইএলর প্রধান ইমাম বাগদাদি। মঙ্গলবার সংগঠনটির অনলাইনে পোস্ট করা ২০ মিনিটের এক অডিওবার্তায় এ ঘোষণা দেন তিনি। বুধবার এ খবর প্রকাশ করেছে আল জাজিরা। মধ্যযুগীয় পদবি গ্রহণ করা বাগদাদি তার এ বার্তার মাধ্যমে সমগ্র মুসলিম বিশ্বের ওপর কর্তৃত্ব ঘোষণা করেছেন। পাশাপাশি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে মিয়ানমার পর্যন্ত ইসলাম ধর্মের ওপরে চলমান নিপীড়ন-নির্যাতনের প্রতিশোধ নেয়ার জন্য জঙ্গি গোষ্ঠী ও মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর সাহায্যে আমরা অবশ্যই প্রতিশোধ নেব। এমনকি পরে হলেও। তিনি আরও বলেন, তার এ বার্তা বিশ্ববাসীকে সন্ত্রাসবাদের নতুন অর্থ বুঝতে ও শুনতে সাহায্য করবে। এটা জাতীয়তাবাদ ও গণতন্ত্রের ভাবমূর্তির ধ্বংস এবং কুচক্রীদের অসৎ উদ্দেশ্যের মূলোৎপাটন করবে।
পাশাপাশি ইসলামী খেলাফত (রাষ্ট্র) প্রতিষ্ঠায় ইরাক এবং সিরিয়ায় যেতে (হিজরতে) মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন খলিফা। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিজরত করা মুসলমানদের ঈমানী দায়িত্ব।
আলকায়দার নতুন সংস্করণ আইএসআইএল-প্রধান আবুবকর বাগদাদি আরও বলেছেন, আমাদের এই আহ্বান বিশেষ করে সব দেশের বিশ্ববিদ্যালয় ও ধর্মতত্ত্বের (মাদ্রাসার) ছাত্র ও ধর্ম প্রচারকসহ তাদের জন্য যাদের রয়েছে বিশেষ সামরিক, প্রশাসনিক ও অন্যান্য পেশাগত যোগ্যতা এবং ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ অন্য সব বিষয়ের বিশেষজ্ঞরাও এই আহ্বানের টার্গেটভুক্ত; আর হিজরত করা তাদের জন্য ওয়াজিব, কারণ (তার ঘোষিত দেশের) মুসলমানদের জন্য তাদের সাহায্য বা সেবা খুবই জরুরি।
স্বঘোষিত এই খলিফা তার ভাষণের একাংশে বলেছেন, হে ইসলামী রাষ্ট্রের সেনারা! আপনাদের ভাইরা সব দেশেই আপনাদের সাহায্যের জন্য অপেক্ষা করছেন ও অগ্রবাহিনীর পথের দিকে চেয়ে আছেন। উল্লেখ্য, আইএসআইএল গ্র“পটি তার নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে ইসলামী খেলাফত। বিশেষজ্ঞ ও চিন্তাবিদদের অনেকেই বলছেন, প্রকৃত ইসলামী জাগরণ তথা প্রকৃত মুহাম্মাদি ইসলামের বিস্তার ঠেকানো ও সাম্রাজ্যবাদীদের সহযোগী শক্তি হিসেবে ভুয়া ইসলামের বিস্তার ঘটানোর জন্য আলকায়দা ও আইএসআইএল জাতীয় গ্র“পগুলো গঠন করা হচ্ছে ইসরাইল, মার্কিন সরকার এবং তাদের সেবাদাস সরকারগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে। এসব গ্র“পের নানা নৃশংসতা, পাশবিকতা, গণহত্যা ও কুসংস্কারাচ্ছন্ন পদক্ষেপের ঘটনা প্রচার করে পাশ্চাত্য বিশ্বব্যাপী ইসলাম সম্পর্কে খারাপ ধারণা আর আতঙ্ক ছড়ানোর পাশাপাশি নানা দেশে মুসলমানদের ওপর দমন-পীড়ন ও এমনকি গণহত্যার পরিবেশ সৃষ্টিরও চেষ্টা করছে।
ভেঙে যাচ্ছে ইরাক, স্বাধীন হচ্ছে কুর্দিস্তান
ভেঙে যাচ্ছে ইরাক। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও তুরস্ক ও ইসরাইল স্বাধীন কুর্দিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। মঙ্গলবার ইরাকের সংসদ অধিবেশন শুরু হলে সরকার গঠন নিয়ে কোনো ঐকমত্য হয়নি। পরে সুন্নি মুসলিম ও কুর্দি এমপিরা সংসদ থেকে বেরিয়ে যান। এরপর কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের ঘোষণা দেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সুন্নি যোদ্ধাদের ইসলামী রাষ্ট্র ঘোষণার দিকে ইঙ্গিত করে বারজানি বলেন, ইরাক এখন কার্যত ভাগ হয়ে গেছে। এখন এই মর্মান্তিক পরিস্থিতিতে ইরাকের সঙ্গে থাকা ঠিক হবে না। তিনি বলেন, তিনি নিজে স্বাধীনতার সিদ্ধান্ত নিতে চান না বরং কুর্দি জনগণকেই এই সিদ্ধান্ত নেয়ার সুযোগ করে দিতে কয়েক মাসের মধ্যে গণভোটের আয়োজন করবেন।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/03/118170#sthash.G9A4qnfe.dpufপাশাপাশি ইসলামী খেলাফত (রাষ্ট্র) প্রতিষ্ঠায় ইরাক এবং সিরিয়ায় যেতে (হিজরতে) মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন খলিফা। তিনি বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হিজরত করা মুসলমানদের ঈমানী দায়িত্ব।
আলকায়দার নতুন সংস্করণ আইএসআইএল-প্রধান আবুবকর বাগদাদি আরও বলেছেন, আমাদের এই আহ্বান বিশেষ করে সব দেশের বিশ্ববিদ্যালয় ও ধর্মতত্ত্বের (মাদ্রাসার) ছাত্র ও ধর্ম প্রচারকসহ তাদের জন্য যাদের রয়েছে বিশেষ সামরিক, প্রশাসনিক ও অন্যান্য পেশাগত যোগ্যতা এবং ডাক্তার ও ইঞ্জিনিয়ারসহ অন্য সব বিষয়ের বিশেষজ্ঞরাও এই আহ্বানের টার্গেটভুক্ত; আর হিজরত করা তাদের জন্য ওয়াজিব, কারণ (তার ঘোষিত দেশের) মুসলমানদের জন্য তাদের সাহায্য বা সেবা খুবই জরুরি।
স্বঘোষিত এই খলিফা তার ভাষণের একাংশে বলেছেন, হে ইসলামী রাষ্ট্রের সেনারা! আপনাদের ভাইরা সব দেশেই আপনাদের সাহায্যের জন্য অপেক্ষা করছেন ও অগ্রবাহিনীর পথের দিকে চেয়ে আছেন। উল্লেখ্য, আইএসআইএল গ্র“পটি তার নাম পরিবর্তন করে নতুন নাম রেখেছে ইসলামী খেলাফত। বিশেষজ্ঞ ও চিন্তাবিদদের অনেকেই বলছেন, প্রকৃত ইসলামী জাগরণ তথা প্রকৃত মুহাম্মাদি ইসলামের বিস্তার ঠেকানো ও সাম্রাজ্যবাদীদের সহযোগী শক্তি হিসেবে ভুয়া ইসলামের বিস্তার ঘটানোর জন্য আলকায়দা ও আইএসআইএল জাতীয় গ্র“পগুলো গঠন করা হচ্ছে ইসরাইল, মার্কিন সরকার এবং তাদের সেবাদাস সরকারগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে। এসব গ্র“পের নানা নৃশংসতা, পাশবিকতা, গণহত্যা ও কুসংস্কারাচ্ছন্ন পদক্ষেপের ঘটনা প্রচার করে পাশ্চাত্য বিশ্বব্যাপী ইসলাম সম্পর্কে খারাপ ধারণা আর আতঙ্ক ছড়ানোর পাশাপাশি নানা দেশে মুসলমানদের ওপর দমন-পীড়ন ও এমনকি গণহত্যার পরিবেশ সৃষ্টিরও চেষ্টা করছে।
ভেঙে যাচ্ছে ইরাক, স্বাধীন হচ্ছে কুর্দিস্তান
ভেঙে যাচ্ছে ইরাক। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্তের বিরোধিতা করলেও তুরস্ক ও ইসরাইল স্বাধীন কুর্দিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। মঙ্গলবার ইরাকের সংসদ অধিবেশন শুরু হলে সরকার গঠন নিয়ে কোনো ঐকমত্য হয়নি। পরে সুন্নি মুসলিম ও কুর্দি এমপিরা সংসদ থেকে বেরিয়ে যান। এরপর কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি স্বাধীনতার জন্য গণভোট আয়োজনের ঘোষণা দেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সুন্নি যোদ্ধাদের ইসলামী রাষ্ট্র ঘোষণার দিকে ইঙ্গিত করে বারজানি বলেন, ইরাক এখন কার্যত ভাগ হয়ে গেছে। এখন এই মর্মান্তিক পরিস্থিতিতে ইরাকের সঙ্গে থাকা ঠিক হবে না। তিনি বলেন, তিনি নিজে স্বাধীনতার সিদ্ধান্ত নিতে চান না বরং কুর্দি জনগণকেই এই সিদ্ধান্ত নেয়ার সুযোগ করে দিতে কয়েক মাসের মধ্যে গণভোটের আয়োজন করবেন।
No comments:
Post a Comment