Tuesday, July 1, 2014

সোলারির কাছে কৃতজ্ঞ, ট্রফিতে চুমো খেতে চাই ॥ সিজার

সোলারির কাছে কৃতজ্ঞ, ট্রফিতে চুমো খেতে চাই ॥ সিজার
মজিবর রহমান, ব্রাজিল থেকে
চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে করা একটা ভুল আজও ভুলতে পারেননি জুলিও সিজার। সেটা প্রচ- দুঃখের সঙ্গে ছিল আবেগও। আজও আবেগ আছে। কিন্তু কষ্টের পরিবর্তে আনন্দ। চার বছর আগে আমাকে যা সহ্য করতে হয়েছে সেটা আমার পরিবার আর ঈশ্বর ছাড়া কেউ জানে না। ‘ফিফা প্লেয়ার অব দ্য ম্যাচ’- চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে তোলা ব্রাজিলের গোলরক্ষক বলছিলেন, চার বছর আগে দেশবাসীর কাছে দ্বিতীয় একটা সুযোগ চেয়েছিলাম। নিজেকে প্রমাণের জন্যই। ২০১০ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে ভুলে হজম করা গোলের জন্য আমি হয়ে উঠেছিলাম ব্রাজিলের খলনায়ক। এবার চিলির বিরুদ্ধে ম্যাচটার পর মনে হচ্ছে গোটা পৃথিবীটাই যেন আমার বদলে গেছে। হয়ে গেলাম তারকা-বন্দনা সর্বত্র। এখন ভাবছি সোলারি না থাকলে আমার ফুটবল জীবনটাই তো শেষ হয়ে যেত। আমাকে ফেরানো নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আমি নিজেকে খুব ভালভাবে তৈরি করেছিলাম। মানসিক-শারীরিক, দুই দিক থেকেই। সোলারির কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমার জন্য যা করেছেন তা ভাবা যায় না। একটা টাইব্রেকারের ব্যবধানে ভিলেন থেকে হিরো। ২০১০ বিশ্বকাপের সেই অঘটনের এ ম্যাচের পর ব্রাজিলের মানুষ আমাকে এভাবে ভালবাসবে ভাবতেই পারছি না। সত্যি কথা বলতে ভিলেন তকমা নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া খুবই কষ্টের। এই চার বছর মনসিকভাবে আমাকে ঠিক রাখতে হয়েছে। স্বপ্নের প্রত্যাবর্তনে ইতোমধ্যে তাফারেলের সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে সিজারের। ১৯৯৪ ও ১৯৯৮ দুই বিশ্বকাপে টাইব্রেকারের নায়ক ছিলেন সাবেক ব্রাজিল গোলরক্ষক তাফারেল। যার কথা বার বার মনে পড়ছে সিজারের। বলছেন ঐ দুটো বিশ্বকাপে তাফারেল যা করেছিলেন সেগুলো এখনও চোখের সামনে সিনেমার দৃশ্যের মতো মনে হয়। আজ মনে হচ্ছে আমি নিজেই একটা স্বপ্নের মধ্যে আছি। প্রশ্নের উত্তরে সিজার বলেন, ঘরের মাঠে দেশের জার্সি পরে খেলার চাপ কি তা বলে বোঝানো যাবে না। গত শনিবারের মিনেইরোতে কি তাহালে জুলিও সিজারের ফুটবল জীবনের সবচেয়ে স্পেশাল দিন? জীবনে অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত এসেছে। সুজানার সঙ্গে বিয়ে-আমার বাবা হওয়া। এই দিনটাও স্পেশাল। তবে আমার ক্যারিয়ারের বইয়ের পাতাটা লেখা এখনও বাকি। সেটা লেখা হবে বিশ্বকাপ জিতলে। মারকানায় গিয়ে ফাইনাল খেললে। ট্রফিটাও চুমো খেলে। আর তো তিনটি ম্যাচ। আশা করি জিতেই যাব।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment