শিল্প বাজেটে চটকল আর চা-বাগানের কথাই তুললেন না অমিত
এই সময়: রাজ্যে ধুঁকতে থাকা চট শিল্পে জঙ্গি ট্রেড ইউনিয়ন আন্দোলনের জেরে কয়েক দিন আগে খুন হয়েছেন এক চটকল কর্তা৷ জলপাইগুড়িতে বন্ধ চা-বাগানে অনাহারে একজনের মৃত্যুর অভিযোগও উঠেছে৷ অথচ, রাজ্যের সবথেকে বড় দুই শিল্প, চট ও চায়ের সমস্যা নিয়ে মঙ্গলবার বিধানসভায় নীরব থাকলেন শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ শিল্প বাজেটের উপর আলোচনায় অমিতবাবুর জবাবি বক্তৃতায় ঠাঁই পেল না সিঙ্গুর প্রসঙ্গও৷ বর্তমান সরকারের আমলে কত টাকার বিনিয়োগ প্রস্তাব বাস্তবায়িত হয়েছে, সে প্রসঙ্গ এড়িয়ে অমিতবাবু বলেন, 'গত তিন বছরে রাজ্যে ৭৮ হাজার ৩৬১ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব হয় বাস্তবায়িত হয়েছে নতুবা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে৷ এতে ১ লক্ষ ৫৮ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে৷' মন্ত্রীর জবাবে অসন্ত্তষ্ট বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বর্তমান সরকারের আমলে রাজ্যে শিল্পে অধোগতির অভিযোগ তুলেছেন৷ তাঁর মন্তব্য, 'উনি অর্থ দপ্তর যে ভাবে চালাচ্ছেন, শিল্পে সে ভাবে চালালে অর্থের মতো মাসে মাসে ধারের খাতা বাড়বে৷ আর যে ভাবে মন্ত্রী বদলাচ্ছে, উনি কত দিন থাকবেন সন্দেহ আছে৷'
রায়পুর চা-বাগানে অনাহারে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে প্রশাসন বন্ধ চা-বাগানগুলিতে নিম্নমানের খাদ্যশস্য সরবরাহ করার গাফিলতিতে জলপাইগুড়ি জেলা খাদ্য নিয়ামক বিশ্বজিত্ সরকারকে কমপালসরি ওয়েটিংয়ে পাঠালেও, চা-বাগানে অনাহার মৃত্যুর অভিযোগ তুলে এদিন বিধানসভায় বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়ে সরকার৷ এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চেয়ে সূর্যকান্তবাবু মুলতুবি প্রস্তাব আনেন৷ প্রস্তাবের সম্পাদিত অংশ সূর্যবাবুকে অধ্যক্ষ পাঠ করতে দিলেও এই নিয়ে আলোচনার সুযোগ দেননি তিনি৷ প্রতিবাদে বামেরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে সভা থেকে ওয়াকআউট করে৷ বামেদের অভিযোগ খণ্ডাতে এ দিন পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক একসঙ্গে মাঠে নামেন৷ বন্ধ চা বাগানে সপ্তাহে কী পরিমান খাদ্যশস্য ও কেরোসিন তেল সরবরাহ করা হচ্ছে তার পরিসংখ্যান পেশ করেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ পার্থবাবু বলেন, 'যে কোনও মৃত্যু দুঃখজনক৷ কিন্ত্ত জেলা স্বাস্থ্য আধিকারিকের রিপোর্টে দেখা যাচ্ছে যাঁরা মারা গিয়েছেন তাঁরা যক্ষা, হূদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে৷' যদিও ফাউলাই প্রকল্প যে বন্ধ হয়েছে তা মেনে নিয়েছেন খাদ্যমন্ত্রী৷
শিল্প বাজেটের উপর আলোচনার সময় কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া জানতে বলেন, দলের তরফে প্রস্তাব দিচ্ছি, সিঙ্গুর নিয়ে একটা আউট অফ কোর্ট সেটলমেন্ট করুন৷' অমিতবাবু এই ব্যাপারেও কোনও মন্তব্য করেননি৷
রায়পুর চা-বাগানে অনাহারে মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে প্রশাসন বন্ধ চা-বাগানগুলিতে নিম্নমানের খাদ্যশস্য সরবরাহ করার গাফিলতিতে জলপাইগুড়ি জেলা খাদ্য নিয়ামক বিশ্বজিত্ সরকারকে কমপালসরি ওয়েটিংয়ে পাঠালেও, চা-বাগানে অনাহার মৃত্যুর অভিযোগ তুলে এদিন বিধানসভায় বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়ে সরকার৷ এ ব্যাপারে সরকারের অবস্থান জানতে চেয়ে সূর্যকান্তবাবু মুলতুবি প্রস্তাব আনেন৷ প্রস্তাবের সম্পাদিত অংশ সূর্যবাবুকে অধ্যক্ষ পাঠ করতে দিলেও এই নিয়ে আলোচনার সুযোগ দেননি তিনি৷ প্রতিবাদে বামেরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে সভা থেকে ওয়াকআউট করে৷ বামেদের অভিযোগ খণ্ডাতে এ দিন পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক একসঙ্গে মাঠে নামেন৷ বন্ধ চা বাগানে সপ্তাহে কী পরিমান খাদ্যশস্য ও কেরোসিন তেল সরবরাহ করা হচ্ছে তার পরিসংখ্যান পেশ করেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ পার্থবাবু বলেন, 'যে কোনও মৃত্যু দুঃখজনক৷ কিন্ত্ত জেলা স্বাস্থ্য আধিকারিকের রিপোর্টে দেখা যাচ্ছে যাঁরা মারা গিয়েছেন তাঁরা যক্ষা, হূদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে৷' যদিও ফাউলাই প্রকল্প যে বন্ধ হয়েছে তা মেনে নিয়েছেন খাদ্যমন্ত্রী৷
শিল্প বাজেটের উপর আলোচনার সময় কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া জানতে বলেন, দলের তরফে প্রস্তাব দিচ্ছি, সিঙ্গুর নিয়ে একটা আউট অফ কোর্ট সেটলমেন্ট করুন৷' অমিতবাবু এই ব্যাপারেও কোনও মন্তব্য করেননি৷
No comments:
Post a Comment