Wednesday, July 2, 2014

তিন দিনে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১২ টাকা

তিন দিনে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১২ টাকা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪
তিন দিনের ব্যবধানে দেশের ভোগ্যপণ্যের প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১২ টাকা। খুচরা বাজারে পণ্যটির দাম বেড়েছে দ্বিগুণ-২৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। ভারত থেকে আসা পেঁয়াজের দাম বৃদ্ধি, পরিবহন সংকট এবং রমজান মাসে চাহিদা বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম বেড়েছে বলে জানান খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জের কাঁচাপণ্যের আড়ত ও দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার পাইকারিতে ভালোমানের ভারতীয় নাসিক পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮-৪০ টাকায়। গত সপ্তাহের মাঝামাঝি একই মানের পেঁয়াজ বিক্রি হয়েছে ২৮-৩০ টাকায়। একই জাতের (নাসিক) মাঝারি মানের পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হয়েছে মাত্র ২২-২৫ টাকায়। একই দিন ভারতীয় পাটনা জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৬-৪০ টাকায়, যা গত সপ্তাহে অর্থাৎ রোজার আগের দিন বিক্রি হয়েছে মাত্র ২২-২৫ টাকায়। ভারতীয় অন্যান্য পেঁয়াজের মধ্যে মণিপুরি ও রাজস্থানের পেঁয়াজ প্রতি কেজি ৩৫-৩৮ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ওই দুই জাতের পেঁয়াজ মাত্র ২২-২৫ টাকায় বিক্রি হয়েছে। পাইকারি বাজারের ২২ থেকে ২৫ টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। যা গত সপ্তাহের তুলনায় দ্বিগুণের বেশি।
খাতুনগঞ্জের গ্রামীণ বাণিজ্যালয়ের মালিক বলাই পোদ্দার জানান, আগে ১৫০-২০০ ডলারে পেঁয়াজ কিনে পরিবহন খরচসহ প্রতি কেজিতে পড়ত (কেনা দাম+পরিবহন+ধোলাই খরচ) ১৮-২২ টাকা। ওই পেঁয়াজ বাজারে বিক্রি করা হতো কেজিপ্রতি ২৪ থেকে ২৮ টাকায়। আর এখন ৩০০ ডলার এমনকি তার চেয়েও বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। এ পেঁয়াজ বাজারে পৌঁছা পর্যন্ত প্রতি কেজিতে খরচ পড়ছে ৩০ টাকারও বেশি। বেশি দামে পণ্য আমদানির কারণে পেঁয়াজের দাম বেড়েছে।
কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এসএম নাজের হোসেন জানান, রমজানকেন্দ্রিক ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা পেঁয়াজের বাজার অস্থির হওয়ার প্রধান কারণ। তিনি বলেন, ৩০০ ডলারে পেঁয়াজ কিনলে প্রতি কেজির দাম পড়ে ২৩ টাকা। পরিবহন ও অন্যান্য খরচসহ সব মিলিয়ে ২৫ টাকা। ২৫ টাকা দামের পেঁয়াজ পাইকারিতে ৪০ টাকায় বিক্রি করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।
খাতুনগঞ্জের পেঁয়াজের আড়তদার হাবিবুর রহমান জানান, ভারতীয় বাজারে পণ্যটির দাম কিছুটা বেড়েছে। ফলে স্থানীয় বাজারেও পণ্যটির দামে প্রভাব পড়েছে। তিনি বলেন, আগে বেনাপোল ও ভোমরা থেকে প্রতি ট্রাক পণ্য পরিবহনে ভাড়া ছিল ৩০-৩২ হাজার টাকা। এক সপ্তাহ থেকে এ ভাড়া নেয়া হচ্ছে ৩৫ হাজার টাকারও বেশি। তবে স্থলবন্দর থেকে আসা ট্রাকচালকদের সঙ্গে কথা বলে পরিবহন ভাড়া বৃদ্ধির সত্যতা পাওয়া যায়নি।
- See more at: http://www.jugantor.com/news/2014/07/03/118166#sthash.e44KZgAt.dpuf

No comments:

Post a Comment