Wednesday, July 2, 2014

'সুনন্দার মৃত্যুর ভুল রিপোর্ট দিতে বাধ্য হয়েছিলাম'

'সুনন্দার মৃত্যুর ভুল রিপোর্ট দিতে বাধ্য হয়েছিলাম'

sunanda
এই সময় ডিজিটাল ডেস্ক: সুনন্দা পুষ্করের মৃত্যুর মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন তত্‍‌কালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। তাঁর চাপে পড়ে সুনন্দা পুষ্করের মৃত্যুর ভুল রিপোর্ট দেওয়া হয়েছিল। এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এইমস-এর ফরেন্সিক ডিপার্টমেন্টের প্রধান সুধীর গুপ্তা।

চলতি বছর ১৭ জানুয়ারি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশি থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের রহস্যজনক মৃত্যু হয়। দক্ষিণ দিল্লির লীলা হোটেলের কামরা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

সূত্রের খবর, ফরেন্সিক বিশেষজ্ঞদের দলের প্রধান সুধীর গুপ্তা স্বাস্থ্যমন্ত্রী এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইবুনালকে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, সুনন্দার মৃত্যুকে স্বাভাবিক প্রমাণিত করতে ময়নাতদন্তের ভুল রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। নিজের হলফনামায় জানিয়েছেন, গুলাম নবি আজাদ এবং শশি থারুর খুব শক্তিশালী ব্যক্তি। তাই সে সময় তিনি কিছু বলতে পারেননি।

নিজের বক্তব্যের প্রমাণ হিসেবে এইমস-এর ডিরেক্টার এবং থারুরের মধ্যে যে ই-মেল আদানপ্রদান হয়েছিল, সেই তথ্যও পেশ করেন তিনি। সুধীর গুপ্তার দাবি, তিনি সেই চাপের সামনে নতিস্বীকার করতে চাননি। তাই এখন তাঁকে নিশানা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে সুধীর গুপ্তা লিখেছিলেন, ড্রাগ পয়জনিংয়ের জন্য সুনন্দার মৃত্যু হয়েছিল। যা আত্মহত্যা বা হত্যা- দুইয়েরই মামলা হতে পারে।

এইমস সূত্রের খবর, সম্প্রতি হাসপাতালের গভর্নিং বডি ফরেন্সিক ডিপার্টমেন্টের এক অন্য চিকিত্‍‌সককে প্রমোট করার চেষ্টা করছে। সুধীর গুপ্তার ধারণা, ওই চিকিত্‍‌সককে তাঁর জায়গায় বিভাগীয় প্রধান করা যেতে পারে। তিনি এ ব্যাপারেও সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে অভিযোগ জানিয়েছেন।

No comments:

Post a Comment