Saturday, July 26, 2014

ঝিরঝির বৃষ্টি, ইলিশের ঢল

ঝিরঝির বৃষ্টি, ইলিশের ঢল

Aajkaal: the leading bengali daily newspaper from Kolkata

গৌতম মণ্ডল: ঘূর্ণাবর্তের জেরে কেটেছে বৃষ্টির ঘাটতি৷‌ কখনও মুষলধারে আবার কখনও ইলশে গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে৷‌ শুরু হয়েছে পুবালি বাতাস৷‌ অনুকূল পরিবেশে গভীর সমুদ্রে দেখা মিলেছে ইলিশের৷‌ জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে তাই ব্যস্ততা বেড়ে গেছে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘির লাখখানেক মৎস্যজীবীর৷‌ প্রায় হাজার তিনেক ফিশিং ট্রলার ব্যস্ত৷‌ গত পনেরো দিনে ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারের আড়তে ইলিশের পাইকারি দাম নেমে এসেছে দুশো থেকে আড়াইশো টাকায় (ওজন পাঁচশো থেকে সাতশো গ্রাম)৷‌ কিলোর কাছাকাছি হলেই দাম পড়ছে পাঁচশো টাকার কাছাকাছি৷‌ ট্রলারের জ্বালানি তেল, বরফ, সপ্তাহখানেকের খাবার নিয়ে গড়ে ১৫ থেকে ১৭ জন মৎস্যজীবী পাড়ি দেন ইলিশ ধরতে৷‌ দু’দিন পরেই পৌঁছে যাচ্ছে গভীর সমুদ্রে৷‌ ইলিশ ধরে বন্দরে ফিরতে লাগে দিন দুই৷‌ কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেন, ‘এবার ইলিশের জোগান ভাল থাকবে৷‌ আগামী দু’মাস বাঙালি সস্তায় ইলিশ পাবেন৷‌ ’

No comments:

Post a Comment