Tuesday, July 1, 2014

পাকিস্তানসহ ১৯৩ দেশের ওপর এনএসএর নজরদারি

পাকিস্তানসহ ১৯৩ দেশের ওপর এনএসএর নজরদারি
পাকিস্তানসহ বিশ্বের ১৯৩টি দেশের ওপর নজরদারি চালায় যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ‘এনএসএ’ পাশাপাশি কিছু আন্তর্জাতিক সংস্থা এবং রাজনৈতিক দলের ওপরও নজরদারি করে যুক্তরাষ্ট্রের এই সংস্থাটি। খবর এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। ২০১০ সালে ফরেন ইন্টিলিজেন্স সারভাইলেন্স কোর্ট সংক্ষেপে ‘ফিসা’ এনএসএফে ১৯৩টি দেশের সরকারের ওপর নজরদারি করার বিষয়টি অনুমোদন করে। পাশাপাশি বিভিন্ন দেশের উপজাতী গোষ্ঠী, রাজনৈতিক দলসহ অন্যান্য স্বতন্ত্র দলের ওপর নজরদারির ক্ষমতা পায়। ওই অনুমোদনের ক্ষমতাবলে এনএসএ ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ১৯৩টি দেশের ওপর গোয়েন্দাগিরির সুযোগ লাভ করে।
গোয়েন্দা নজরদারির তালিকায় ফিলিস্তিনী কর্তৃপক্ষ এবং টার্কিস রিপাবলিক অব নর্দান সাইপ্রাসের ওপর নজর রাখে। নিজস্ব রাডারের সাহায্যে এই নজরদারি করে সংস্থাটি। আরও চমকপ্রদ তথ্য হচ্ছে ফিসার অনুমোদনের আওতায় কিছু বিদেশী রাজনৈতিক দলের ওপর নজরদারির ক্ষমতা দেয়া হয়েছে এনএসএকে। এ তালিকায় পাকিস্তানের পিপলস পার্টি (পিপিপি) ও ভারতের বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি সংক্ষেপে বিজেপির নাম রয়েছে। তালিকায় লেবাননের আমাল মুভমেন্ট, বলিভারিয়া কন্টিনেন্টাল কো-অর্ডিনেটর মিসরের মুসলিম ব্রাদারহুড এবং ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টও রয়েছে।

ডিজিটাল ট্যাটুর সাহায্যে...
স্টিকার বা শরীরে আঁকা ট্যাটুর সাহায্যে যদি মোবাইল ফোন আনলক করা যায় তাহলে কেমন হয়? এবার প্রখ্যাত মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা এমন এক ধরনের নয়া স্মার্টফোন তৈরি করেছে যেটি ট্যাটুর সাহায্যে আনলক করা যাবে। এই ফোনটির নাম দেয়া হয়েছে মোটো এক্স। পাশাপাশি মটোরোলা এটিএপি ল্যাবের আওতাভুক্ত ভিভালিঙ্ক পয়সা আকৃতির বিশেষ এই ডিজিটাল স্টিকার বা ট্যাটু তৈরি করেছে। সাধারণ স্টিকারের মতোই শরীরের যে কোন স্থানে লাগানো যাবে স্টিকারগুলো। তবে স্টিকারের মাধ্যমে ফোন আনলক করার জন্য প্রথমে মোটো এক্স এর এনএফসি আনলক সিস্টেমের সঙ্গে স্টিকারটিকে সিঙ্ক করে নিতে হবে। সিঙ্কড স্টিকারটি লকস্ক্রিনে একবার ট্যাপ করলেই আনলক হবে মোটো এক্স। ব্যবহারকারীরা ১০ ডলারের বিনিময়ে ১০টি স্টিকারের একটি সেট কিনতে পারবেন। প্রতি স্টিকার ব্যবহার করা যাবে পাঁচ দিনের মতো। পানিতে বা ঘামে ভিজে গেলেও ব্যবহার করা যাবে এগুলো। -ম্যাশএ্যাবল ও এএফপি

No comments:

Post a Comment