হামাসকে চড়া মূল্য দিতে হবে
অপহৃত তিন ইসরাইলী কিশোরের মৃতদেহ উদ্ধারের পর নেতানিয়াহুর হুঙ্কার
ইসরাইলী তল্লাশি দল পশ্চিম তীরে অপহৃত তিন ইসরাইলী কিশোরের মৃতদেহ খুঁজে পেয়েছে বলে দেশটির সেনাবাহিনী সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছে। তিন কিশোর কথিত হত্যাকাণ্ডের জন্য ইসলামপন্থী জঙ্গী দল হামাসকে খুবই চড়া মূল্য দিতে হবে বলে ইসরাইল সঙ্কল্প ব্যক্ত করেছে। কিন্তু যে কোন প্রতিশোধমূলক হামলাই দোজখের দরজা খুলে দেবে বলে হামাস পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। অপহৃত কিশোরদের আহত হওয়ার ঘটনার জন্য ইসরাইল হামাসকেই দায়ী করে থাকে। খবর গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট অনলাইনের। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলের এক মাঠে তিন কিশোরের মৃতদেহ আবিষ্কৃত হওয়ার পর ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসই সে জন্য দায়ী এবং হামাসকেই মূল্য দিতে হবে। তিনি বলেন, কিশোররা বন্যপশুদের হাতে ঠাণ্ডা মাথায় অপহৃত ও খুন হয়েছিল। তিনি তার নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকের শুরুতে ভাষণ দিচ্ছিলেন। কিশোররা ১২ জুন ইসরাইলী অধিকৃত পশ্চিম তীরে তাদের ধর্মীয় স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হয়েছিল। হামাস নেতানিয়াহুর হুমকির জবাবে এক হুঁশিয়ারি উচ্চারণ করেছে। দলটি ইতোপূর্বে কিশোরদের অপহৃত হওয়ার ঘটনায় কোনভাবে জড়িত থাকার কথা অস্বীকার করে। হামাসের মুখপাত্র সামি আবু জাহরি এএফপিকে বলেন, যদি দখলদাররা হামলা বা যুদ্ধ চালায়, তা হলে তারা তাদের নিজেদের জন্য দোজখের দরজা খুলে দেবে। তিন কিশোর নিখোঁজ হওয়ার ১৭ দিন পর তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়। তাঁরা নিখোঁজ হওয়ার পর পরই ইসরাইল ব্যাপক অভিযান চালালে পাঁচ ফিলিস্তিনী নিহত এবং চার শতাধিক গ্রেফতার হয়। কিশোরদের অপহরণ ও হত্যাকাণ্ডের জন্য হেবরন শহরের দুই হামাস সদস্যই প্রধানত দায়ী বলে ইসরাইল সন্দেহ করছে। মারওয়ান কাওয়াসমেই এবং আমের আবু ইশে নামের ওই দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে। কিন্তু ইসরাইলী সৈন্যরা মঙ্গলবার ভোরে যাদের বাড়িঘর উড়িয়ে দেয় বলে ফিলিস্তিনী প্রত্যক্ষদর্শীরা জানান। ইসরাইল প্রধানত হামাস সম্পৃক্ত লোকজনকে গ্রেফতার করলে গাজা এলাকা থেকে জঙ্গীরা দক্ষিণ ইসরাইলে কয়েক দফা রকেট হামলা চালায়। ইসরাইল বিমান হামলা চালিয়ে এর জবাব দেয়। সর্বশেষ দফার হামলা পাল্টাহামলা মঙ্গলবার ভোরের দিকে শুরু হয়। এক রকেট নেগেড মরু এলাকায় গিয়ে পড়ে। তবে এতে কেউ আহত হয়নি বলে সেনাবাহিনী জানায়। এর কিছু পর গাঁজায় জঙ্গীদের পরিত্যক্ত প্রশিক্ষণ স্থলগুলোর ওপর প্রায় ৩০ বার ইসরাইলী বিমান হামলা ঘটার খবর জানায় ফিলিস্তিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। হামাস ও ফিলিস্তিনী কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি উভয়েই বলেছে যে, তারা কিশোরদের ভাগ্যের বিষয়ে দায়ী নয়। তবে ইতোপূর্বে ফাতাহ নেতা কিশোরদের অপহরণের ঘটনার নিন্দা করেন। ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওই হত্যাকাণ্ডের নিন্দা করেন। তিনি পরিস্থিতির আরও অবনতি ঘটতে পরে এমন পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে ইসরাইলী ও ফিলিস্তিনীদের প্রতি আহ্বান জানান।
ওবামা এক লিখিত বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র নিরীহ কিশোরদের ওপর পরিচালিত এ কাণ্ডজ্ঞানহীন সন্ত্রাসী কাজের প্রতি কড়া ভাষায় নিন্দা জানাচ্ছে। পশ্চিম তীরের হালহুল শহরের কাছে কিশোরদের মৃতদেহ দেখতে পাওয়া যায়। তাদের গুলি করে হত্যা করা হয়েছিল বলে ইসরাইলী কর্মকর্তারা জানান। তল্লাশি তৎপরতায় জড়িত এক বেসামরিক স্বেচ্ছাসেবক আর্মি রেডিওকে বলেন, মৃতদেহগুলো এক প্রত্যন্ত এলাকায় গাছের ডাল ও পাথরের স্তূপের নিচে দেখতে পাওয়া যায়। স্বেচ্ছাসেবক বেনি ট্রুপার বলেন, সেনাবাহিনীর সঙ্গে তল্লাশি চালানোর সময় এক ব্যক্তি অস্বাভাবিক কিছু দেখতে পান। তারা ডালপালা ও পাথর সরিয়ে মৃতদেহগুলো আবিষ্কার করেন। নিহত কিশোরদের মধ্যে একজনের বয়স ছিল ১৯ বছর এবং অন্য দুই জনের ১৬ বছর। ট্রুপার বলেন, এটি খুবই বিচ্ছিন্ন এক এলাকা বলতে গেলে বিশ্বের শেষ প্রান্তে অবস্থিত। নেতানিয়াহু ইতোপূর্বে বলেন, হামাসই কিশোরদের অপহরণ ও হত্যার জন্য সরাসরি দায়ী। তিনি হামাসের সমর্থন নিয়ে এক অন্তর্বর্তী ফিলিস্তিনী ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে আব্বাসের নেয়া সাম্প্রতিক উদ্যোগের সমালোচনা করেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র হামাসকে এক সন্ত্রাসী সংগঠন বলে গণ্য করে থাকে।
ওবামা এক লিখিত বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র নিরীহ কিশোরদের ওপর পরিচালিত এ কাণ্ডজ্ঞানহীন সন্ত্রাসী কাজের প্রতি কড়া ভাষায় নিন্দা জানাচ্ছে। পশ্চিম তীরের হালহুল শহরের কাছে কিশোরদের মৃতদেহ দেখতে পাওয়া যায়। তাদের গুলি করে হত্যা করা হয়েছিল বলে ইসরাইলী কর্মকর্তারা জানান। তল্লাশি তৎপরতায় জড়িত এক বেসামরিক স্বেচ্ছাসেবক আর্মি রেডিওকে বলেন, মৃতদেহগুলো এক প্রত্যন্ত এলাকায় গাছের ডাল ও পাথরের স্তূপের নিচে দেখতে পাওয়া যায়। স্বেচ্ছাসেবক বেনি ট্রুপার বলেন, সেনাবাহিনীর সঙ্গে তল্লাশি চালানোর সময় এক ব্যক্তি অস্বাভাবিক কিছু দেখতে পান। তারা ডালপালা ও পাথর সরিয়ে মৃতদেহগুলো আবিষ্কার করেন। নিহত কিশোরদের মধ্যে একজনের বয়স ছিল ১৯ বছর এবং অন্য দুই জনের ১৬ বছর। ট্রুপার বলেন, এটি খুবই বিচ্ছিন্ন এক এলাকা বলতে গেলে বিশ্বের শেষ প্রান্তে অবস্থিত। নেতানিয়াহু ইতোপূর্বে বলেন, হামাসই কিশোরদের অপহরণ ও হত্যার জন্য সরাসরি দায়ী। তিনি হামাসের সমর্থন নিয়ে এক অন্তর্বর্তী ফিলিস্তিনী ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে আব্বাসের নেয়া সাম্প্রতিক উদ্যোগের সমালোচনা করেন। ইসরাইল ও যুক্তরাষ্ট্র হামাসকে এক সন্ত্রাসী সংগঠন বলে গণ্য করে থাকে।
No comments:
Post a Comment