Tuesday, July 1, 2014

ইসরাইলী হামলা হলে প্রতিশোধ নেয়া হবে ॥ হামাস

ইসরাইলী হামলা হলে প্রতিশোধ নেয়া হবে ॥ হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরাইলী তিন কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে কোন হামলা হলে তার দাঁতভাঙ্গা প্রতিশোধ নেয়া হবে। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, ফিলিস্তিনের দখলদার শক্তি যদি পরিস্থিতির আরও অবনতি ঘটায় বা যুদ্ধ শুরু করে তবে তার দাঁতাভাঙ্গা প্রতিশোধ নেয়া হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জানা উচিত যে, কোন হুমকিতে ভয় পায় না হামাস। তারপরও তারা যদি গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে নামে তবে নিজেদের জন্য জাহান্নামের দরজা খুলে দেবে।’
তিন ইসরাইলী কিশোরের নিখোঁজ ও হত্যার বিষয়ে তিনি বলেন, ইসরাইলীদের মুখ থেকেই কেবল এমন কথা শোনা যাচ্ছে। তেলআবিব এ কাহিনীকে অজুহাত হিসেবে ব্যবহার করে ফিলিস্তিনী ও হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করতে চাইছে।
গত ১২ জুন পশ্চিম তীরের আল-খলিল শহর থেকে ইসরাইলে অভিবাসী তিন তরুণ-কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় গাজার সঙ্গে ইসরাইলের কারেম শালোম সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।
আল-খলিলের (হেব্রন) কাছে ইসরাইলী তিন কিশোরের মৃতদেহ পাওয়া গেছে। এ তিনজনের কথিত নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এর আগে পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে হামাস। খবর ওয়েবসাইট।

No comments:

Post a Comment