ভালো কোন ব্রাজিল?
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪
ব্রাজিলের কোন দল সেরা? এনিয়ে তর্ক বহু দিনের। প্রশ্ন, এবারের নেইমারদের দলটাইবা কীরকম। এসব কিছুরই জবাব দিয়ে দিলেন রোনালদো। কিংবদন্তি এই ব্রাজিলীয় বলেন, ‘এখনকার দলটার থেকে আমাদের ২০০২ সালের দলটা ভালো ছিল। ১৯৯৮ সালের দলটাও ২০০২-এর মতো ছিল না। আমি তো বলব, ২০০২ সালের দলটা সব ব্রাজিল দলের থেকে ভালো, ১৯৭০-এর দলটা বাদ দিলে।’ নিজেদের বিশ্বজয়ী দলের ব্যাখ্যা দিয়ে রোনালদো বলেন, ‘আমাদের দলে দারুণ ভারসাম্য ছিল। দুর্দান্ত ডিফেন্ডার এবং স্ট্রাইকার ছিল। আমরা যে কোনো দলকে থামিয়ে দিতে পারতাম। যে কোনো দলের বিরুদ্ধে যে কোনো সময় গোল করতে পারতাম। সে দলে জোগো বোনিতো ছিল।’
১৯৯৪ সালে ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। পরেরবার ১৯৯৮ সালে রানার্স। ’৯৪ সালে রোনালদো দলে সুযোগও পেয়েছিলেন। তবে ১৭ বছরের উঠতি প্রতিভা একটি ম্যাচেও খেলেননি। সে দু’দল সম্পর্কে রোনালদো বলেন, ‘১৯৯৪ সালের দল তত ভালো ছিল না। ১৯৯৮-এর দলের মান আরও খারাপ ছিল। তবু ফাইনালের আগ পর্যন্ত আমরা ভালোই খেলেছিলাম।’
২০০২ বিশ্বকাপে সোনার বুট পেয়েছিলেন। জার্মানির বিরুদ্ধে ফাইনালে তার জোড়া গোলেই ২-০ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। সেই জয় নিয়ে রোনালদো বলেন, ‘জাপান থেকে প্লেনে উঠার পর থেকে ব্রাজিলে নামা পর্যন্ত আমরা কেউ ঘুমাইনি। মাঝে কোথাও একটা প্লেন থেমেছিল। সেটা মনে করতে পারছি না। কারণ পুরোদমে পার্টি চলছিল। ব্রাজিলে পৌঁছনোর পর আরও দু’দিন ধরে উৎসব চলেছিল।’ ওয়েবসাইট।
No comments:
Post a Comment