জার্মানদের আতংক!
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪
বন্ধুত্বটা তাদের একদিনের নয়, বহু দিনের। চার বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় মাইকেল বালাককে খোলাখুলি একটা প্রস্তাব দিয়েছিলেন ফিলিপ লাম। বলেছিলেন, ক্যাপ্টেন তুমিই থাক। সে সময় চোট-আঘাতে প্রচণ্ডভাবে ভুগছিলেন বালাক। সেই বিশ্বকাপটা শেষ পর্যন্ত খেলতে পারেননি বালাক, দেশের হয়েও আর কোনো দিন তাকে নামতে দেখা যায়নি।
মাইকেল বালাকের ঘটনাগুলো এখনও স্পষ্ট মনে আছে। মনে আছে লামের সঙ্গে তার বন্ধুত্বের দিনগুলো। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স দেখার পর জার্মান ক্যাপ্টেনের সঙ্গে বন্ধুত্বকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, খুব কর্কশভাবে বলে দিচ্ছেন, এত জঘন্যভাবে কখনও তিনি জার্মানিকে খেলতে দেখেননি। আলজিরিয়ার বিরুদ্ধে সোমবার রাতে জার্মানি যে ফুটবলটা খেলল, তার একটা নামকরণও করে দিয়েছেন সাবেক জার্মান ক্যাপ্টেনহার্ট অ্যাটাক ফুটবল!
তবে এই প্রথম নয়। লামের সঙ্গে খটাখটি বেশ কয়েক দিন ধরেই চলছে বালাকের। লামের রাইটব্যাক পজিশন ছেড়ে মিডফিল্ডে চলে যাওয়া মোটেও তার পছন্দ নয়। লামকে বুঝতে হবে, ওর বয়স হয়েছে। ও উঠে গেলে নেমে আসতে যে সময়টা লাগছে, তাতে বিপক্ষ স্ট্রাইকার বেরিয়ে যাচ্ছে। আর আলজিরিয়া ম্যাচে প্রথমার্ধে ওরা যা খেলেছে, তাতে একটাই কথা বলব। আমি শকড! দ্বিতীয়ার্ধে উন্নতি ঘটেছে ঠিকই, কিন্তু সব মিলিয়ে পারফরম্যান্স মোটেও খুশি হওয়ার মতো নয়, শেষ ষোলো ম্যাচের পর বলেছেন সাবেক জার্মান তারকা। যিনি এখন টিভি বিশেষজ্ঞও। মঙ্গলবার বিভিন্ন জার্মান কাগজও ফেটে পড়েছে জোয়াচিম লোর টিমের হতশ্রী পারফরম্যান্সে। কোথাও স্পষ্ট বলে দেয়া হয়েছে, জার্মানি মোটেও আর চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার নয়। কোথাও আবার ম্যানুয়েল ন্যয়ারের ছবি দিয়ে বলা হয়েছে, গোলকিপার, লেফটবব্যাক, রাইটব্যাক, মিডফিল্ডার, সবই এখন তিনি। কোয়ার্টার ফাইনালে দিদিয়ের দেশমর ফ্রান্সের বিরুদ্ধেও বেশ পিছিয়ে রাখা হচ্ছে জার্মানিকে। যা দেখে অসহ্য মনে হচ্ছে লোর টিমের ডিফেন্ডার পের মার্টেস্যাকারের। ওয়েবসাইট।
- See more at: http://www.jugantor.com/sports/2014/07/03/118045#sthash.DT5fras8.dpufমাইকেল বালাকের ঘটনাগুলো এখনও স্পষ্ট মনে আছে। মনে আছে লামের সঙ্গে তার বন্ধুত্বের দিনগুলো। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে জার্মানির পারফরম্যান্স দেখার পর জার্মান ক্যাপ্টেনের সঙ্গে বন্ধুত্বকে বুড়ো আঙুল দেখাচ্ছেন, খুব কর্কশভাবে বলে দিচ্ছেন, এত জঘন্যভাবে কখনও তিনি জার্মানিকে খেলতে দেখেননি। আলজিরিয়ার বিরুদ্ধে সোমবার রাতে জার্মানি যে ফুটবলটা খেলল, তার একটা নামকরণও করে দিয়েছেন সাবেক জার্মান ক্যাপ্টেনহার্ট অ্যাটাক ফুটবল!
তবে এই প্রথম নয়। লামের সঙ্গে খটাখটি বেশ কয়েক দিন ধরেই চলছে বালাকের। লামের রাইটব্যাক পজিশন ছেড়ে মিডফিল্ডে চলে যাওয়া মোটেও তার পছন্দ নয়। লামকে বুঝতে হবে, ওর বয়স হয়েছে। ও উঠে গেলে নেমে আসতে যে সময়টা লাগছে, তাতে বিপক্ষ স্ট্রাইকার বেরিয়ে যাচ্ছে। আর আলজিরিয়া ম্যাচে প্রথমার্ধে ওরা যা খেলেছে, তাতে একটাই কথা বলব। আমি শকড! দ্বিতীয়ার্ধে উন্নতি ঘটেছে ঠিকই, কিন্তু সব মিলিয়ে পারফরম্যান্স মোটেও খুশি হওয়ার মতো নয়, শেষ ষোলো ম্যাচের পর বলেছেন সাবেক জার্মান তারকা। যিনি এখন টিভি বিশেষজ্ঞও। মঙ্গলবার বিভিন্ন জার্মান কাগজও ফেটে পড়েছে জোয়াচিম লোর টিমের হতশ্রী পারফরম্যান্সে। কোথাও স্পষ্ট বলে দেয়া হয়েছে, জার্মানি মোটেও আর চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার নয়। কোথাও আবার ম্যানুয়েল ন্যয়ারের ছবি দিয়ে বলা হয়েছে, গোলকিপার, লেফটবব্যাক, রাইটব্যাক, মিডফিল্ডার, সবই এখন তিনি। কোয়ার্টার ফাইনালে দিদিয়ের দেশমর ফ্রান্সের বিরুদ্ধেও বেশ পিছিয়ে রাখা হচ্ছে জার্মানিকে। যা দেখে অসহ্য মনে হচ্ছে লোর টিমের ডিফেন্ডার পের মার্টেস্যাকারের। ওয়েবসাইট।
No comments:
Post a Comment