নেইমারদের জন্য বিশেষ প্রস্তুতি নেই কলম্বিয়ার
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪
কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল হলেও এ নিয়ে খুব একটা ভয় পাচ্ছে না কলম্বিয়া। অনুশীলনে তারা বাড়তি বা বিশেষ কোনো প্রস্তুতিও নিচ্ছে না বলেও জানিয়েছেন দলটির ডিফেন্ডার কার্লোস ভালদেস। ফোর্তালেজায় শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ২টায় শেষ আটের লড়াইয়ে নামবে ব্রাজিল। গ্র“পপর্বে অসাধারণ খেলা কলম্বিয়া এই ম্যাচে তাদের স্বাভাবিক খেলাটাই খেলে যেতে চায়। ভালদেস বলেন, ‘ঐতিহ্যগতভাবে ব্রাজিল বল দখলের ফুটবল খেলে। কিন্তু আমরা যখনই কোনো দলের মুখোমুখি হই, একই রকম প্রস্তুতি নেই।’ এই টুর্নামেন্টে ব্রাজিল এখনও তেমন মনকাড়া ফুটবল উপহার দিতে না পারলেও তাদের প্রতি বেশ সমীহ আছে ভালদেসের। ‘ব্রাজিল দলে অনেক ভালো খেলোয়াড় আছে।’ ব্রাজিলকে বিপদে ফেলার জন্য আক্রমণভাগে আছেন চার ম্যাচে পাঁচ গোল করা জেমস রদ্রিগেজ। তবে রদ্রিগেজের এই ফর্ম নিয়ে না ভেবে কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভারগাস নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে যাওয়ার কথা জানান। ‘আমরা সব সময়ই টুর্নামেন্টে ধাপে ধাপে এগোনোকে প্রাধান্য দিয়ে এসেছি।’ ভালদেসও বলছেন, নেইমার বনাম রদ্রিগেজ নয়, লড়াইটা হবে দুই দলের মধ্যে, ‘সবাই জানে নেইমার একজন গ্রেট খেলোয়াড়। আমাদের জন্য জেমস রদ্রিগেজও খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তাদের মতো খেলোয়াড়রাই ব্যবধান গড়ে দেয়। কিন্তু সফল হতে হলে আপনাকে দল হিসেবে ভালো খেলতে হবে। এটা কোনো ব্যক্তিগত দ্বৈরথ নয়। নেইমার ছাড়াও অনেক ভালো খেলোয়াড় আছে ব্রাজিলের।’ ওয়েবসাইট।
No comments:
Post a Comment