অভিযোগ উড়িয়ে পুলিশকে চিঠি নেসের
এই সময়, মুম্বই: অবশেষে নীরবতা ভাঙলেন নেস ওয়াদিয়া৷ প্রাক্তন প্রেমিকা প্রীতি জিন্টার সব অভিযোগকে মিথ্যে বলে দাবি করে মুম্বই পুলিশকে চিঠি দিলেন তিনি৷ আর একই দিনে সমালোচকদের বিরুদ্ধে তোপ দেগে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন অভিনেত্রী প্রীতি৷ জানালেন, সস্তা প্রচারের জন্য নয়, নিজের অবস্থান স্পষ্ট করতেই অভিযোগ করা ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না৷
৩০ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচ চলাকালীন নেস হাত ধরে টানাটানি করে, খারাপ কথা বলে প্রকাশ্যে তাঁকে নিগ্রহ করেন বলে অভিযোগ করেছিলেন প্রীতি৷ সপ্তাহখানেক আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে পুলিশের কাছে বিবৃতি দিয়েছেন তিনি৷ তাঁর বিবৃতির ভিত্তিতেই বেশ কয়েকজন সাক্ষীকে জেরা করেছে পুলিশ৷ সূত্রের খবর, এর মধ্যে তিন জন প্রীতির অভিযোগকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন৷
বুধবার মুম্বই পুলিশকে চিঠি লিখে নেসের দাবি, তাঁর বিরুদ্ধে প্রীতির আনা সব অভিযোগ মিথ্যে৷ সে দিন স্টেডিয়ামে উপস্থিত বেশ কয়েকজন দর্শকের নামের তালিকাও চিঠিতে লিখেছেন নেস৷ তাঁর দাবি, এঁরা নিরপেক্ষ সাক্ষী হিসেবে ঘটনার প্রকৃত বিবরণ দিতে পারবেন৷ অন্য দিকে, ফেসবুকে এ দিন প্রীতির বক্তব্য, 'অনেকেই প্রশ্ন তুলেছেন, আমি কেন পুলিশে এফআইআর করলাম? কারণ কয়েক বছরে একাধিকবার সতর্ক করার পর অভিযোগ জানানো ছাড়া আর কোনও উপায় ছিল না৷ শারীরিক নিগ্রহ বা খারাপ ব্যবহার কারওরই সহ্য করা উচিত নয়৷ আমার একমাত্র দোষ আমি একজন মহিলা, যে দিনের পর দিন নিগ্রহ, হুমকি ও অপমান সহ্য করার পর এক সময়ের প্রিয় মানুষটির বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি৷'
এই সময়, মুম্বই: অবশেষে নীরবতা ভাঙলেন নেস ওয়াদিয়া৷ প্রাক্তন প্রেমিকা প্রীতি জিন্টার সব অভিযোগকে মিথ্যে বলে দাবি করে মুম্বই পুলিশকে চিঠি দিলেন তিনি৷ আর একই দিনে সমালোচকদের বিরুদ্ধে তোপ দেগে ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন অভিনেত্রী প্রীতি৷ জানালেন, সস্তা প্রচারের জন্য নয়, নিজের অবস্থান স্পষ্ট করতেই অভিযোগ করা ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না৷
৩০ মে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ম্যাচ চলাকালীন নেস হাত ধরে টানাটানি করে, খারাপ কথা বলে প্রকাশ্যে তাঁকে নিগ্রহ করেন বলে অভিযোগ করেছিলেন প্রীতি৷ সপ্তাহখানেক আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে পুলিশের কাছে বিবৃতি দিয়েছেন তিনি৷ তাঁর বিবৃতির ভিত্তিতেই বেশ কয়েকজন সাক্ষীকে জেরা করেছে পুলিশ৷ সূত্রের খবর, এর মধ্যে তিন জন প্রীতির অভিযোগকে সমর্থন করে বিবৃতি দিয়েছেন৷
বুধবার মুম্বই পুলিশকে চিঠি লিখে নেসের দাবি, তাঁর বিরুদ্ধে প্রীতির আনা সব অভিযোগ মিথ্যে৷ সে দিন স্টেডিয়ামে উপস্থিত বেশ কয়েকজন দর্শকের নামের তালিকাও চিঠিতে লিখেছেন নেস৷ তাঁর দাবি, এঁরা নিরপেক্ষ সাক্ষী হিসেবে ঘটনার প্রকৃত বিবরণ দিতে পারবেন৷ অন্য দিকে, ফেসবুকে এ দিন প্রীতির বক্তব্য, 'অনেকেই প্রশ্ন তুলেছেন, আমি কেন পুলিশে এফআইআর করলাম? কারণ কয়েক বছরে একাধিকবার সতর্ক করার পর অভিযোগ জানানো ছাড়া আর কোনও উপায় ছিল না৷ শারীরিক নিগ্রহ বা খারাপ ব্যবহার কারওরই সহ্য করা উচিত নয়৷ আমার একমাত্র দোষ আমি একজন মহিলা, যে দিনের পর দিন নিগ্রহ, হুমকি ও অপমান সহ্য করার পর এক সময়ের প্রিয় মানুষটির বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি৷'
No comments:
Post a Comment