সুনন্দার রিপোর্টে কোনও কারচুপি হয়নি: এইমস
এই সময় ডিজিটাল ডেস্ক: এইমসের ফরেন্সিক বিভাগের প্রধান ডাঃ সুধীর গুপ্ত সুনন্দা পুষ্করের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে যে দাবি করেছেন তা অস্বীকার করল এইমস। বুধবার এইমসের তরফ থেকে একটি সাংবাদিকেদর ডেকে জানানো হয়, ডাঃ গুপ্ত যে দাবি করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে কোনও মহল থেকে কোনও রকম চাপ আসেনি। এ নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে একটি রিপোর্টও পাঠানো হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন রিপোর্ট পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, তিনি এইমসের রিপোর্ট দেখেছেন এবং ডাঃ গুপ্ত যে দাবি করেছেন তা ঠিক নয়। এইমস সূত্রে খবর, এ মন্তব্য করার জন্য সুধীর গুপ্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় সুনন্দার মৃত্যুর তদন্ত করা হচ্ছে। ডাঃ সুধীর গুপ্তকেও খুব শীঘ্রই এ ব্যাপারে জেরা করা হবে।
অন্য দিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী সুনন্দার মৃত্যু নিয়ে ওঠা বিতজ্ঞকের অবসানের জন্য দ্রুত মামলার নিষ্পত্তি করার অনুরোধ জানিয়েছেন। তিনি ফেসবুক পেজ-এ লিখেছেন, 'আমার স্ত্রী-র দুঃখজনক মৃত্যুর পর আমি প্রথম থেকেই মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করে এসেছি। সেই দাবি আমি আজও করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অমুরোধ, এই মামলার তদন্ত দ্রুততা ও স্বচ্ছ্বতার সঙ্গে শেষ করা হোক। না হলে এই বিতর্ক শেষ হবে না। সুনন্দার পরিবারও আমার সঙ্গে সহমত পোষণ করে। আমারা এর জন্য সাধ্য মত সাহায্য করতে প্রস্তুত।'
স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন রিপোর্ট পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন, তিনি এইমসের রিপোর্ট দেখেছেন এবং ডাঃ গুপ্ত যে দাবি করেছেন তা ঠিক নয়। এইমস সূত্রে খবর, এ মন্তব্য করার জন্য সুধীর গুপ্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। দিল্লি পুলিশ কমিশনার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় সুনন্দার মৃত্যুর তদন্ত করা হচ্ছে। ডাঃ সুধীর গুপ্তকেও খুব শীঘ্রই এ ব্যাপারে জেরা করা হবে।
অন্য দিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী সুনন্দার মৃত্যু নিয়ে ওঠা বিতজ্ঞকের অবসানের জন্য দ্রুত মামলার নিষ্পত্তি করার অনুরোধ জানিয়েছেন। তিনি ফেসবুক পেজ-এ লিখেছেন, 'আমার স্ত্রী-র দুঃখজনক মৃত্যুর পর আমি প্রথম থেকেই মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করে এসেছি। সেই দাবি আমি আজও করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার অমুরোধ, এই মামলার তদন্ত দ্রুততা ও স্বচ্ছ্বতার সঙ্গে শেষ করা হোক। না হলে এই বিতর্ক শেষ হবে না। সুনন্দার পরিবারও আমার সঙ্গে সহমত পোষণ করে। আমারা এর জন্য সাধ্য মত সাহায্য করতে প্রস্তুত।'
No comments:
Post a Comment