Friday, July 25, 2014

ইউক্রেনে সামরিক অবস্থানে রাশিয়ার গোলাবর্ষণ ওয়াশিংটনের অভিযোগ, মস্কোর অস্বীকৃতি

ইউক্রেনে সামরিক অবস্থানে রাশিয়ার গোলাবর্ষণ
ওয়াশিংটনের অভিযোগ, মস্কোর অস্বীকৃতি
যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনের সামরিক অবস্থান টার্গেট করে রাশিয়ার গোলাবর্ষণের প্রমাণ তাদের কাছে আছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশপন্থী বিদ্রোহীদের জন্য মস্কো ভারি ও বহুমুখী রকেট লাঞ্চার সরবরাহ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের।
রাশিয়া অবশ্য বরাবরই ইউক্রেনে রকেট লাঞ্চার পাঠানোর কথা অস্বীকার করে আসছে। ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক প্রদেশে মালয়েশিয়ার একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হওয়ার কয়েকদিন পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই মন্তব্য এল। প্লেনটিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়েছিল এবং এর জন্য বিদ্রোহীদের সবাই দায়ী করে। ১৭ জুলাই আমস্টার্ডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনের আকাশসীমায় বিধ্বস্ত হওয়া মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ১৭ ফ্লাইটের ২৯৮ জন আরোহী সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯৩ জন নেদারল্যান্ডসের নাগরিক।
দুর্ঘটনা তদন্তে আন্তর্জাতিক পর্যায়ে তদন্তের কাজ এখনও চলছে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটি দুর্ঘটনাস্থলে ৪০ জন নিরস্ত্র সামরিক পুলিশ পাঠানোর কথা বলেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনাস্থলে আরও বেশি সংখ্যক লোকের কাজ করা উচিত। তার মতে, দুর্ঘটনাস্থলে আরও বেশি সংখ্যক লোকের কাজ করা উচিত, এ ব্যাপারে নিরাপত্তা সহযোগিতা দিতে নেদারল্যান্ডস প্রস্তুত আছে। রাশিয়ার সরবরাহ করা বিইউকে ক্ষেপণাস্ত্র দিয়েই রুশ বিচ্ছিন্নতাবাদীরা প্লেনটি ভূপাতিত করেছে বলে যুক্তরাষ্ট্র একধিকবার অভিযোগ করেছে। তবে যুক্তরাষ্ট্র এটাও বলেছে যে, বিচ্ছিন্নতাবাদীরা ভুলক্রমে কাজটি করে থাকতে পারে। ইউক্রেনের প্রভাবশালী রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী কমান্ডার আলেক্সান্ডার খদাকোভস্কি তাদের কাছে বিমান বিধ্বংসী বিইউকে ক্ষেপণাস্ত্র থাকার কথা স্বীকার করেছেন।
অতিসম্প্রতি বিদেশী মিডিয়ার কাছে দেয়া এক সাক্ষাতকারে তিনি এটা স্বীকার করে নিলেও ক্ষেপণাস্ত্রটি কখন তাদের হাতে এসেছে, ঠিক দুর্ঘটনার সময় এটা তাদের হাতে ছিল কী না কিংবা এই কাজ কারা করেছে সে ব্যাপারে তিনি পরস্পর বিরোধী তথ্য দিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মেরি হার্ফ বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অবস্থান টার্গেট করে রাশিয়া গোলা ছুড়েছে, ব্যক্তি পর্যায়ে গোয়েন্দা সূত্রে এ তথ্য তাদের কাছে আছে। রাশিয়া ও ইউক্রেনকে টার্গেট করে ইইউ যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে বৃহস্পতিবার সে তালিকায় আরও ১৫ জন ব্যক্তি ও ১৮টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে ‘অবৈধ, দায়িত্ব জ্ঞানহীন ও ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন।

No comments:

Post a Comment