সারদা কেলেঙ্কারি ॥ এক কোটি ৭৬ লাখ টাকা নিয়েছিলেন মিঠুন
সারদা কেলেঙ্কারির জন্য অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের লোকসভা সদস্য মিঠুন চক্রবর্তীকে এবার জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মিঠুন এখন মুম্বাইতে রয়েছেন। বৃহস্পতিবার মিঠুনের মুম্বাইয়ের বাড়িতে গিয়ে ইডি অফিসাররা তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। ইডি অফিসারদের বিভিন্ন প্রশ্নের যে জবাব মিঠুন দিয়েছেন, তার ভিত্তিতে তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের।
মূলত সারদার গোষ্ঠীর সঙ্গে মিঠুনের সম্পর্কের কথাই জানতে তাঁর বাড়িতে গিয়েছিলেন ইডি অফিসাররা। মিঠুন জানান, তাঁর সঙ্গে সারদার এক বছরের চুক্তি হয়েছিল। ঠিক হয়েছিল সারদার অধীনস্থ চ্যানেলে হাজির থেকে বিপণনে সাহায্য করবেন মিঠুন। এজন্য একবছরে তাঁকে ২ কোটি টাকা দেবে সারদা গোষ্ঠী। মিঠুনের অভিযোগ, চুক্তি মতো তাঁকে সেই পুরো টাকা দেয়নি সারদা । তাঁকে মাত্র ১ কোটি ৭৬ লাখ দিয়েছিল সারদা। তিনি সারদার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনার তোড়জোরও শুরু করেছিলেন। কিন্তু সেই সময়েই সারদা নিয়ে হইচই শুরু হয়ে যায়। গ্রেফতার হন সুদীপ্ত সেনসহ অন্যরা। তাই তাঁর আর অভিযোগ করা হয়ে ওঠেনি বলে ইডিকে জানান মিঠুন।
মূলত সারদার গোষ্ঠীর সঙ্গে মিঠুনের সম্পর্কের কথাই জানতে তাঁর বাড়িতে গিয়েছিলেন ইডি অফিসাররা। মিঠুন জানান, তাঁর সঙ্গে সারদার এক বছরের চুক্তি হয়েছিল। ঠিক হয়েছিল সারদার অধীনস্থ চ্যানেলে হাজির থেকে বিপণনে সাহায্য করবেন মিঠুন। এজন্য একবছরে তাঁকে ২ কোটি টাকা দেবে সারদা গোষ্ঠী। মিঠুনের অভিযোগ, চুক্তি মতো তাঁকে সেই পুরো টাকা দেয়নি সারদা । তাঁকে মাত্র ১ কোটি ৭৬ লাখ দিয়েছিল সারদা। তিনি সারদার বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ আনার তোড়জোরও শুরু করেছিলেন। কিন্তু সেই সময়েই সারদা নিয়ে হইচই শুরু হয়ে যায়। গ্রেফতার হন সুদীপ্ত সেনসহ অন্যরা। তাই তাঁর আর অভিযোগ করা হয়ে ওঠেনি বলে ইডিকে জানান মিঠুন।
No comments:
Post a Comment