Wednesday, July 2, 2014

ভর্তুকিবিহীন গ্যাসের দাম বেড়ে ৯৬৬ টাকা

ভর্তুকিবিহীন গ্যাসের দাম বেড়ে ৯৬৬ টাকা

নয়াদিল্লি: সোমবার মধ্যরাত্রি/মঙ্গলবার থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৬.৫০ টাকা বাড়ালো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক৷ এর ফলে কলকাতায় কর সমেত ভর্তুকিহীন সিলিন্ডারের দাম ৯৬৬ টাকা হল৷ একই সঙ্গে বিমানের জ্বালানির দামও ০.৬ শতাংশ বাড়ানো হয়েছে৷ ইরাক সমস্যায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মহার্ঘ হতে পারে বিমান ভাড়া৷ ভর্তুকিহীন রান্নার গ্যাস, বিমানের জ্বালানি, পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর কথা সোমবারই ঘোষণা করা হয়৷ ছ'মাস পরে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়াল তেল বিপণন সংস্থাগুলি৷ গত মাসেই প্রতি সিলিন্ডার ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ২৩.৫০ টাকা কমানো হয়েছিল৷ ফেব্রুয়ারিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১০৭ টাকা কমানো হয়৷ এর পর মার্চ, এপ্রিল, মে এবং জুন মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম যথাক্রমে ৫৩.৫০ টাকা, ১০০ টাকা, ৫২ টাকা এবং ২৩.৫০ টাকা কমানো হয়েছিল৷ 

অন্যদিকে, প্রতি সিলিন্ডার ভতুর্কিযুক্ত রান্নার গ্যাসে তেল বিপণন সংস্থাগুলির ক্ষতি জুনের ৪৩২.৭১ টাকা থেকে বেড়ে ৪৪৯ টাকায় দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশের বৃহত্তম তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন৷ ডিজেলে ভর্তুকি পুরোপুরি তুলে দিতে ২০১৩ সালের জানুয়ারি থেকে প্রতি মাসে ডিজেলের দাম ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছিল পূর্বতন ইউপিএ সরকার৷ আর তাদের দেখানো পথে হেঁটে রান্নার গ্যাস ও কেরোসিনের দাম নিয়ন্ত্রণমুক্ত করতে চাইছে বর্তমান এনডিএ সরকার৷ প্রতি মাসে রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫ টাকা এবং কেরোসিনের দাম লিটার প্রতি ৫০ পয়সা থেকে এক টাকা বাড়িয়ে রাজকোষের ৮০,০০০ কোটি টাকার ভর্তুকি কমানোর কথা ভাবছে কেন্দ্রীয় তেল মন্ত্রক৷ চলতি বর্ষের প্রথম দু'মাসেই দেশের রাজকোষ ঘাটতি জাতীয় উত্‍পাদনের ৪৬.৫ শতাংশ হয়েছে৷ রাজকোষ ঘাটতিকে বাগে আনাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ৷ আর সেই লক্ষ্যে পৌঁছোতে ইতিমধ্যেই রেলের যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার৷ কাজেই ১০ জুলাই সাধারণ বাজেট পেশ করার সময় কেরোসিন ও রান্নার গ্যাসের উপর থেকে ভর্তুকি তুলে নেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ 

No comments:

Post a Comment