Tuesday, July 1, 2014

চিরনিদ্রায় শায়িত কবি আবুল হোসেন

চিরনিদ্রায় শায়িত কবি আবুল হোসেন
সাংস্কৃতিক রিপোর্টার
প্রকাশ : ০২ জুলাই, ২০১৪
কবি আবুল হোসেনের শেষ শ্রদ্ধাঞ্জলি ও দ্বিতীয় জানাজা বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় একাডেমির নজরুল মঞ্চে কবির মরদেহ নিয়ে আসা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানায়। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ছিল উদীচী ও ছায়ানট। শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি সৈয়দ শামসুল হক, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, কবি আনোয়ারা, সৈয়দ হক, কবি আসাদ চৌধুরী, কবি রবীন্দ্র গোপ, গণমাধ্যম ব্যক্তিত্ব ইকবাল বাহার চৌধুরী, নাট্যজন আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, কবি আল মুজাহিদী, কবি নাসির আহমেদ, চলচিত্র ব্যক্তিত্ব নেসার ওসমান, স্থপতি ও তথ্যচিত্র নির্মাতা শাকুর মজিদ।
শুরুতে প্রয়াত কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, কবি আবুল হোসেন ছিলেন একজন সুস্থির ও ধীর প্রকৃতির মানুষ। তার সৃষ্টিকর্ম সংরক্ষণের জন্য বাংলা একাডেমিকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, যখন কিনা এ ভূখণ্ড মুসলিম পশ্চাতপদতায় আক্রান্ত সে সময়ে তিনি কবিতায় আধুনিকতাকে ধারণ করে স্বমহিমায় অবস্থান করেন। তার কবিতায় শুধু ছন্দ নয়, ছিল চিন্তার খোরাক।
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক বলেন, বাংলা সাহিত্যে এক অসামান্য বৈশিষ্ট্য নিয়ে আবির্ভূত হয়েছে তার কবিতা। এ কারণেই আবুল হোসেন চিরতরে হারিয়ে যাওয়ার কবি নন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, কাব্য রচনার ক্ষেত্রে বাক্য নির্মাণে তিনি যে দক্ষতা দেখিয়েছেন, তা আধুনিক বাংলা সাহিত্যে বিরল। আমরা এক মহীরুহ কবিকে হারালাম।
বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই তাকে সমাহিত করা হয়।
- See more at: http://www.jugantor.com/news/2014/07/02/117693#sthash.f1lhO17m.dpuf

No comments:

Post a Comment