শিক্ষকরা আসেন না, মিড-ডে মিল নেই ৬ মাস
|
ব‘নগর জুনিয়র মাদ্রাসায় শিশুরা শুধু খেলে!
আজকালের প্রতিবেদন: বিশালগড়, ২৫ জুলাই– অভ্যাসমতো রোজ দুপুরে বই-খাতা নিয়ে আসে শিশুরা৷ শিক্ষকদের দেখা নেই৷ লেখাপড়া নেই৷ মিড-ডে মিলও হয় না৷ কারও দেখা না পেয়ে খেলাধুলো করে হইচই করে শিশুরা ফিরে যায়৷ ব‘নগর জুনিয়র মাদ্রাসা৷ এখানে রয়েছেন ২ জন সাধারণ শিক্ষক এবং ১ জন ধর্মীয় শিক্ষক৷ মাদ্রাসাটি আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতে৷ স্হানীয় মানুষজনের অভিযোগের শেষ নেই৷ অভিযোগ, দুই সাধারণ শিক্ষক মাহবুল আলম ও মহম্মদ সেলিমের বিরুদ্ধে৷ দুজনেই স্হানীয়৷ রকিবুল ইসলাম, আবদুল হোসেন, সামাদ মিয়াঁরা জানান, স্হানীয় শিক্ষক৷ কারও কথা শোনেন না৷ বেশ কয়েকবার সভা হয়েছে তাঁদের নিয়ে৷ কোনওরকম কর্ণপাত নেই৷ অভিযোগ, মাদ্রাসায় লেখাপড়া, মিড-ডে মিল বন্ধ ৬ মাস৷ ভারপ্রাপ্ত শিক্ষক মাহবুল আলম জানান, মাদ্রাসায় কাজ চলছে৷ জায়গার অভাবে ক্লাস করা যাচ্ছে না৷ স্হানীয় মানুষজনের অভিযোগ, জায়গার কিছুটা সমস্যা রয়েছে সত্যি৷ তার মানে তো এই নয়, ক্লাস একেবারে বন্ধ করে দিতে হবে৷ শিক্ষকরা মাদ্রাসামুখো হবেন না, তা তো হতে পারে না৷ ছাত্রছাত্রীদের হাজিরা তো নেওয়া যেতে পারে৷ সকলকে একসঙ্গে বসিয়েই তো একটু-আধটু পড়ানো যেতে পারে৷ মিড-ডে মিল খাওয়ানো যেতে পারে৷ কিছুই হচ্ছে না৷ স্হানীয় মানুষের দাবি মেনে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর উদ্যোগে হয় এই মাদ্রাসা৷ মাদ্রাসার বাড়ি তৈরির জন্য ২০ লাখ টাকাও বরাদ্দ দেওয়া হয়৷ চার কোঠা বিশিষ্ট বাড়ি তৈরি হচ্ছে মাদ্রাসার জন্য৷ অভিযোগ, শিক্ষকদের গাফিলতিতে আসল উদ্দেশ্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ স্হানীয় মানুষের ক্ষোভ শিক্ষক মহম্মদ সেলিমের বিরুদ্ধে৷ অভিযোগ, তিনি নিজের রেশন দোকান, বইয়ের দোকান নিয়ে ব্যস্ত থাকেন৷ বেলা সাড়ে ১০টায় যখন মাদ্রাসা শুরু হওয়ার কথা, মহম্মদ সেলিম থাকেন নিজের রেশন দোকান কিংবা বইয়ের দোকানে৷ মাদ্রাসায় ছাত্রছাত্রী রয়েছে ৪৫ জন৷ তাদের লেখাপড়ার জন্য লাখ লাখ টাকা খরচ করছে রাজ্য সরকার৷ স্হানীয় শিক্ষকদের গাফিলতিতে এর সুফল পাওয়া যাচ্ছে না৷ স্হানীয় মানুষের দাবি, প্রশাসন নজর দিক মাদ্রাসাটির দিকে৷
|
বাঙালির সম্পূর্ণ ভূগোল,ইতিহাস,সংস্কৃতি,সাহিত্য, শিল্প,অর্থ,বাণিজ্য,বিশ্বায়ণ,রুখে দাঁড়াবার জেদ, বৌদ্ধময় ঐতিহ্য, অন্ত্যজ ব্রাত্য বহিস্কৃত শরণার্থী জীবন যাপনকে আত্মপরিচয়,চেতনা,মাতৃভাষাকে রাজনৈতিক সীমানা ডিঙিয়ে আবিস্কার করার প্রচেষ্টা এই ব্লগ,আপনার লেখাও চাই কিন্তু,যে স্বজনদের সঙ্গে যোগাযাগ নেই,তাঁদের খোঁজে এই বাস্তুহারা তত্পরতা,যেখবর মীডিয়া ছাপে না, যারা ক্ষমতার, আধিপাত্যের বলি প্রতিনিয়তই,সেই খবর,লেখা পাঠান,খবর দিন এখনই এই ঠিকানায়ঃpalashbiswaskl@gmail.com
Saturday, July 26, 2014
শিক্ষকরা আসেন না, মিড-ডে মিল নেই ৬ মাস ব‘নগর জুনিয়র মাদ্রাসায় শিশুরা শুধু খেলে!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment