ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানী ঢাকা
ঢাকা ২৬ জুলাই :
প্রকাশ : ২৬ জুলাই, ২০১৪
ঈদের এখনো তিনদিন বাকি। কিন্তু এরইমধ্যে রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে প্রতিদিন গড়ে ১০ লাখ মানুষ রাজধানী ছাড়ছে। নেই চিরচেনা যানজট। মানুষ ঘরে ফেরার কারনে রিক্সার মতো অন্যান্য যানবাহনের সংখ্যাও কমে গেছে।
শনিবার রাজধানীর প্রধান সড়কগুলোতে কোন যানজট ছিল না বললেই চলে। মার্কেটগুলোতে চলছে শেষ সময়ের কোনাকাটা। মতিঝিল, ফার্মগেট, নিউ মার্কেট, যাত্রাবাড়ী কিংবা মহাখালী কোনখানেই যানজট ছিল না। সকাল থেকেই রাজপথে গাড়ি চলাচল করেছে খুবই কম। যারা আগে টিকিট কেটে রেখেছেন তারা সিএনজি বা ট্যাক্সিতে করে রওনা হয়েছেন। আর বাসের যাত্রীদের সিংহভাগই ঘরে ফেরার তাগিদে রওনা হয়েছেন গন্তব্যে। ঈদের কারনে সর্বত্রই ছুটির আমেজ। যে কারনে আর কেউই সময় নষ্ট করতে চান না। শুধু যারা শেষ দিনের অফিস অর্থাৎ রোববার পর্যন্ত ঢাকায় আছেন তারাই কেনাকাটার জন্য মার্কেটে ছুটাছুটি করছেন। রাস্তাঘাট ফাকা হয়ে যাবার কারনে ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা হয়েছে চলাচলের ক্ষেত্রে। যে কারনে মার্কেটগুলোতে ভীড় ছিলো বেশ।
রাজপথ ফাকা থাকলেও ঘরমুখী মানুষের ভীড় ছিলো রেল স্টেশন, বাস, ও লঞ্চ টার্মিনালে। গাবতলী, সায়েদাবাদ, মহাখালী থেকে সকাল থেকেই দুরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল সন্ধ্যা লঞ্চগুলো যাত্রী নিয়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে। যাত্রীর ভিড় থাকায় লঞ্চ ছাড়ার কোন সময় নির্ধারণ করা ছিল না। আর কমলাপুর ষ্টেশনে ট্রেনগুলো দেরীতে ছেড়ে গেলেও যাত্রীদের ভিড় ছিলো চোখে পড়ার মতো। তবে লম্বা ছুটি হওয়ার কারনে এবার যারা ঈদ করতে বাড়ি যাচ্ছেন তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে কম। আর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ঘরে ফেরার পালা। চলবে আরো দুদিন অর্থাৎ সোমবার পর্যন্ত। যে কারনে রাজধানী আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে।
No comments:
Post a Comment