আজ থেকে বাড়ল পেট্রল, ডিজেলের দাম
নয়াদিল্লি: লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ১.৬৯ টাকা এবং ০.৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ সোমবার মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকর হবে৷ এর ফলে কলকাতায় কর বাদ লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম যথাক্রমে ৮১.১১ টাকা ও ৬২.৪৭ টাকা হবে৷ ইরাকের সমস্যায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ডলার নিরিখে টাকার বিনিময় দর বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিয়ে ছয় দিনের মধ্যে দ্বিতীয় বার পেট্রলের দাম বাড়ানো হল৷ এর আগে ২৪ জুন পেট্রল ও ৩১ মে ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার৷ এ প্রসঙ্গে দেশের বৃহত্তম তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলেছে, 'পশ্চিম এশিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে গত দু'সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দর অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷ আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল পেট্রলের দাম ৪ ডলার বৃদ্ধি পেয়েছে৷ একই সঙ্গে ডলার নিরিখে টাকার বিনিময় দরও বৃদ্ধি পেয়েছে৷ এই দুইয়ের সম্মিলিত প্রভাবেই লিটার প্রতি পেট্রলের দাম ১.৬৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷'
২০১৩ সালের জানুয়ারিতে ডিজেলে আংশিক বিনিয়ন্ত্রণের অনুমোদন দেয় সরকার৷ এর ফলে ধাপে ধাপে লিটার প্রতি ডিজেলের দাম কিছু কিছু বাড়ানো হয়েছে৷ গত বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৭ দফায় কর বাদ দিয়ে ডিজেলের দাম ১০.৬২ টাকা বেড়েছে৷ জ্বালানি-ভর্তুকির বোঝা কমাতে ইউপিএ সরকারের সেই সিদ্ধান্ত বহাল রেখেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার৷ দেশে ডিজেল এবং পেট্রলের দর নির্ভর করে আন্তর্জাতিক বাজার দর ও টাকার বিনিময় দরের উপর৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতে, ২০১৩-র জানুয়ারি থেকে ১৭ দফায় ডিজেলের দাম বাড়ানো হলেও প্রতি লিটার ডিজেল বিক্রিতে তেল সংস্থাগুলির ৩.৪০ টাকা ক্ষতি হচ্ছে৷ এ মাসের গোড়ায় এই ক্ষতির পরিমাণ ছিল লিটার পিছু ২.৮০ টাকা৷
ডিজেল ছাড়াও কেরোসিন বিক্রি বাবদ লিটার পিছু ৩৩.০৭ টাকা ও রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি ৪৪৯ টাকা ক্ষতি হয় তেল সংস্থাগুলির৷ এই ক্ষতি ভর্তুকি হিসাবে মেটায় সরকার৷ এই হারে ভর্তুকি বজায় থাকলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ১,০৭,৮৫০ কোটি টাকা ভর্তুকি পাওনা হবে৷ ২০১২-১৩ সালে এই পরিমাণ ছিল ১,৪০,০০০ কোটি টাকা৷
২০১৩ সালের জানুয়ারিতে ডিজেলে আংশিক বিনিয়ন্ত্রণের অনুমোদন দেয় সরকার৷ এর ফলে ধাপে ধাপে লিটার প্রতি ডিজেলের দাম কিছু কিছু বাড়ানো হয়েছে৷ গত বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৭ দফায় কর বাদ দিয়ে ডিজেলের দাম ১০.৬২ টাকা বেড়েছে৷ জ্বালানি-ভর্তুকির বোঝা কমাতে ইউপিএ সরকারের সেই সিদ্ধান্ত বহাল রেখেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার৷ দেশে ডিজেল এবং পেট্রলের দর নির্ভর করে আন্তর্জাতিক বাজার দর ও টাকার বিনিময় দরের উপর৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতে, ২০১৩-র জানুয়ারি থেকে ১৭ দফায় ডিজেলের দাম বাড়ানো হলেও প্রতি লিটার ডিজেল বিক্রিতে তেল সংস্থাগুলির ৩.৪০ টাকা ক্ষতি হচ্ছে৷ এ মাসের গোড়ায় এই ক্ষতির পরিমাণ ছিল লিটার পিছু ২.৮০ টাকা৷
ডিজেল ছাড়াও কেরোসিন বিক্রি বাবদ লিটার পিছু ৩৩.০৭ টাকা ও রান্নার গ্যাসে সিলিন্ডার প্রতি ৪৪৯ টাকা ক্ষতি হয় তেল সংস্থাগুলির৷ এই ক্ষতি ভর্তুকি হিসাবে মেটায় সরকার৷ এই হারে ভর্তুকি বজায় থাকলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির ১,০৭,৮৫০ কোটি টাকা ভর্তুকি পাওনা হবে৷ ২০১২-১৩ সালে এই পরিমাণ ছিল ১,৪০,০০০ কোটি টাকা৷
No comments:
Post a Comment