Tuesday, July 1, 2014

সিপিএম নারীদের ধর্ষণের হুমকি দিলেন তাপস পাল

সিপিএম নারীদের ধর্ষণের হুমকি দিলেন তাপস পাল
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই, ২০১৪

বিরোধীদের শিক্ষা দিতে দলের ছেলেদের দিয়ে ‘সিপিএম নারীদের’ ধর্ষণ করিয়ে দিতে পারেন তাপস পাল। মাসখানেক আগে নদীয়ার চৌমাহা গ্রামের এক জনসভায় এ হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর থেকে নির্বাচিত এ তৃণমূল সংসদ সদস্য।
তার হুমকির লক্ষ্য ছিল সিপিএম। রীতিমতো হাত-পা নেড়ে তিনি বলেন, ‘আমি অনেক মাস্তানি করেছি’ দিয়ে শুরু, চরমে পৌঁছে তার উক্তি, ‘বাড়ি বাড়ি ঢুকে ছেলে পাঠিয়ে রেপ করিয়ে দেব। গুষ্টি শেষ করে দেব বা বাড়িঘর জ্বালিয়ে দেব। আমি পকেটে মাল নিয়ে ঘুরি।
আমি নিজে রিভলবার দিয়ে গুলি করে চলে যাব। সিপিএমকে গুলি করে মারব। পারলে ঠেকাবেন।’
সোমবার তাপসের এ বক্তব্য গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করলে বিপদ বুঝে তড়িঘড়ি তাপসকে শোকজ করেছে তৃণমূল। তাকে ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি করতে বলা হয়েছে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘আমি জানি না, উনি কী বলেছেন। যদি সত্যিই এসব বলে থাকেন, দল নিশ্চয় ব্যবস্থা নেবে। এটা কোনোক্রমেই তৃণমূল সংস্কৃতি হতে পারে না।’
দলীয় সূত্রের খবর, ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই তা দলনেত্রী মমতা ব্যানার্জির গোচরে এনেছিলেন পার্থ। মমতা বিষয়টিকে যৎপরোনাস্তি ক্রুদ্ধ হয়েছেন। তাপস পালের মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন জাতীয় মহিলা কমিশনও।
অবিলম্বে তাপস পালের গ্রেফতরের দাবি জানিয়েছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান মমতা শর্মা। রাজ্য বিজেপি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, তাপসকে ‘ইমপিচ’ করার জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন জানানো হবে।
পাশাপাশি, তাপসের সংসদ সদস্য পদ খারিজের জন্য মামলা করার কথাও ভাবছে তারা। তৃণমূল দলের রাজ্য সভাপতি রাহুল সিংহ বলেন, ‘কলংকিত এ সংসদ সদস্যকে অবিলম্বে পদত্যাগ করানো উচিত তৃণমূলের। সংসদে রাজ্যের প্রতিনিধিত্ব করার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি।’ সংগঠনের রাজ্য সম্পাদক রঞ্জিত শূর বলেন, ‘তৃণমূলেরও দলের সব পদ থেকে তাকে সরিয়ে দেয়া উচিত।’ তীব্র সমালোচনার মুখে তাপস অবশ্য এদিন বলেছেন, ‘আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি কোনোদিনই রিভলবার রাখি না, সকলেই জানে।’ কৃষ্ণনগরের তৃণমূল সংসদ সদস্যদের আরও দাবি, তিনি ‘রেপ’ বলেননি।
বলেছেন ‘রেড’। তার কথায়, ‘আপনারা শুনতে ভুল করেছেন। ওখানে অনেক আওয়াজ হচ্ছিল। আমি বলেছিলাম, রেড করিয়ে দেব। রেপ বলিনি।’
ক্ষমা চাইলেন স্ত্রী নন্দিনী
তাপস পালের কুরুচিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন স্ত্রী নন্দিনী পাল। কুরুচিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও, এই বিতর্কে স্বামীর পাশে দাঁড়ালেন স্ত্রী নন্দিনী পাল।
তিনি বলেন, সে সময় যা পরিস্থিতি ছিল তার ওপর ভিত্তি করেই এই প্রতিক্রিয়া দিয়েছিলেন তাপস পাল। তার দাবি, ওই গ্রামে বিরোধী কর্মী-সমর্থকরাই তাপস পালকে উত্তেজিত করেছিল।
তাই মাথা গরম করে সেকথা বলে ফেলেছেন তাপস পাল। তবে তিনি সাংবাদিকদের জানান, ‘এ রকম মন্তব্যের জন্য আমি জনগণের কাছে ক্ষমা চাইছি, তার ‘রেপ’ শব্দটি ব্যবহার করা উচিত হয়নি।’ টাইমস অব ইন্ডিয়া।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/02/117733#sthash.hzgEOyKQ.dpuf

No comments:

Post a Comment