Saturday, July 26, 2014

মূল্যবৃদ্ধি রোধের প্রতিশ্রুতি ভাঙছে বি জে পি: রাহুল

আজকালের প্রতিবেদন: দিল্লি, ২৫ জুলাই– মূল্যবৃদ্ধি ইস্যুতে বি জে পি সরকারকে একহাত নিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷‌ সাম্প্রদায়িকতা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বি জে পি-র সঙ্গী শিবসেনাকেও৷‌ শুক্রবার তিনি বলেন, বি জে পি-র কথা এবং কাজে কোনও মিল নেই৷‌ ক্ষমতায় আসার আগে ওরা একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল৷‌ মূল্যবৃদ্ধি রোধ করার কথা বলেছিল৷‌ কিন্তু, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি থেমে নেই৷‌ সর্বত্র জনগণের অভিযোগ, জিনিসের দাম বেড়েই চলেছে, আর সরকার ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে৷‌ দু’দিন আগে দিল্লির মহারাষ্ট্র সদনে এক সংখ্যালঘু ব্যক্তির মুখে খাবার গুঁজে দিয়ে জোর করে তার রোজা ভাঙা প্রসঙ্গে রাহুল বলেন, বি জে পি ও তার সহযোগী শিবসেনার রাজনৈতিক আদর্শই হল নিরীহ মানুষের মধ্যে ঘৃণা ও হিংসার জন্ম দেওয়া৷‌ এটা আমাদের দেশের পক্ষে অত্যম্ত ক্ষতিকর৷‌ প্রতিদিনই এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছি আমরা৷‌ শুক্রবার তিনি নিজের নির্বাচনী কেন্দ্র উত্তরপ্রদেশের আমেথিতে গিয়েছিলেন৷‌ সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মম্তব্য করেন তিনি৷‌ লোকসভা নির্বাচনে তাঁকে নির্বাচিত করার জন্য এদিন আমেথির জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন রাহুল৷‌ ভোটে জেতার পর দ্বিতীয়বার আমেথিতে গেলেন রাহুল৷‌ এর আগে ২১ মে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে আমেথি গিয়েছিলেন৷‌ এদিন স্হানীয় মানুষের সঙ্গে একটি বৈঠকের পাশাপাশি সন্ধেয় ইফতারে অংশগ্রহণ করেন তিনি৷‌ আজ আমেথির মুন্সিগঞ্জ অতিথি নিবাসে রাত্রিবাস করে শনিবার সকালে দিল্লি ফিরবেন রাহুল৷‌

No comments:

Post a Comment