দিল্লি ও দেরাদুন, ২৫ জুলাই (সংবাদ সংস্হা)– কোথায় গেল মোদি-হাওয়া? লোকসভা ভোটে উত্তরাখণ্ড থেকে কংগ্রেসকে মুছে দিয়েছিল বি জে পি৷ ফল বেরনোর দু-আড়াই মাস বাদে রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বি জে পি বিপর্যস্ত৷ তিনটিতেই জয়ী কংগ্রেস৷ মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ধরচুলায় জিতেছেন ২০ হাজারেরও বেশি ভোটে৷ এটি কংগ্রেসের হাতেই ছিল৷ কিন্তু দইওয়ালা আর সোমেশ্বর, দুটিই বি জে পি-র হাত থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস৷ এর ফলে উত্তরাখণ্ডে কংগ্রেসের সরকার যে শুধু মজবুত হল তাই নয়, লোকসভা ভোটের বিপর্যয়ের পর জাতীয় স্তরেও বড় মুখ করে কিছু বলার মতো বিষয় পেল কংগ্রেস৷ দিল্লিতে দলের মুখপাত্র পি সি চাকো বললেন, নরেন্দ্র মোদির ‘মিথ’ ভেঙে গেল৷ হরিশ রাওয়াত বিধানসভার সদস্য ছিলেন না৷ ধরচুলা থেকে তাঁকে জিততেই হত৷ বড় ব্যবধানেই জিতেছেন তিনি৷ তিনগুণ বেশি ভোট পেয়েছেন বি জে পি-র বি ডি যোশির চেয়ে৷ হরিদ্বার লোকসভা কেন্দ্রের অম্তর্গত বি জে পি-র দুর্গ বলে পরিচিত দইওয়ালায় হীরা সিং বিস্তের জয় কিন্তু আরও বেশি তাৎপর্যপূর্ণ৷ এই সেদিন লোকসভার ভোটে এখানে বি জে পি-র রমেশ পোখরিয়াল নিশাঙ্কের ব্যবধানের অঙ্কটা ছিল ২২ হাজারের ওপর৷ উপনির্বাচনে ৬০০০ ভোটে হেরে গেল বি জে পি৷ কুড়ি বছরে কংগ্রেসের প্রথম জয় এই কেন্দ্র৷ তাদের আরেক পুরনো কেন্দ্র সোমেশ্বরেও ৯০০০-এর মতো ভোটে হেরেছে বি জে পি৷ জয়ী কংগ্রেসের রেখা আর্য৷ উপনির্বাচনের এই ফল ৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা দিল কংগ্রেসকে৷ তাদের আসন দাঁড়াল ৩৫৷ বি জে পি-র আসন ৩০ থেকে কমে হল ২৮৷ বি জে পি-র ব্যাখ্যা, কম ভোট পড়েছে, তাই এই ফল৷
No comments:
Post a Comment