Wednesday, July 2, 2014

নতুন নেতা নির্বাচনে ব্যর্থ বিশৃঙ্খলা এবং হট্টগোলের মধ্যে ইরাকের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন মুলতবি

নতুন নেতা নির্বাচনে ব্যর্থ
বিশৃঙ্খলা এবং হট্টগোলের মধ্যে ইরাকের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন মুলতবি
ইরাকের বহুল প্রত্যাশিত নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশন মঙ্গলবার বসেছিল। কিন্তু বিশৃঙ্খলা এবং হট্টগোলের মধ্য দিয়ে তা মুলতবি হয়ে যায়। দেশটির অখ-তা রক্ষায় এবারের পার্লামেন্ট অধিবেশনটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ জনগণের সে আশা পূরণে ব্যর্থতার পরিচয় দেন। অখ-তা রক্ষায় কিছু একটা করার জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক চাপ থাকলেও নবনির্বাচিত পার্লামেন্ট সদস্যরা তা উপেক্ষা করেছেন। খবর গার্ডিয়ান, ডেইলি মেইল ও বিবিসি অনলাইনের।
নতুন নেতা নির্বাচন করতে পারেনি পার্লামেন্ট। বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল মালিকির জায়গায় নয়া প্রধানমন্ত্রীর নাম নির্বাচন এমনকি পার্লামেন্টের স্পীকারও নিয়োগ করতেও ব্যর্থ হন এমপিরা। ইরাকের বর্তমান পরিস্থিতিতে একটি ঐক্য সরকার গঠন একান্ত প্রয়োজন থাকলেও সে ব্যাপারে পার্লামেন্ট কোন উদ্যোগ নিতে পারেনি। মঙ্গলবার দেশটির পার্লামেন্টের বহুল প্রতীক্ষিত এই অধিবেশন শুরু হয়েছিল। এতে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য একজন স্পীকার মনোনয়নে এগিয়ে যাচ্ছিল। সুন্নি এবং কুর্দি এমপিরা তাঁদের সমর্থন প্রত্যাহার করে নেয়। এর ফলে স্পীকার নির্বাচনের পুরো প্রক্রিয়া অসমাপ্ত থেকে যায় এবং ভারপ্রাপ্ত স্পীকার মাহদি আল হাফেজ পার্লামেন্ট অধিবেশন আগামী এক সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেন। দেশটির সুন্নি এবং কুর্দি সাংসদরা মিলে প্রধানমন্ত্রী হিসেবে একজন শিয়া রাজনীতিকের নামে বিরোধিতা করে। এর আগে সুন্নি এবং কুর্দি সাংসদরা স্পীকার হিসেবে একজনের নাম প্রস্তাব করে। উল্লেখ্য, ইরাকের অখ-তা রক্ষায় সংবিধান অনুযায়ী দেশটির প্রধানমন্ত্রী হবেন একজন শিয়া মুসলিম, পার্লামেন্টের স্পীকার হবেন একজন সুন্নি এবং প্রেসিডেন্ট হবেন একজন কুর্দি মুসলিম। ইরাকে চলমান এই রাজনৈতিক অচলাবস্থার মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক নেতাদের মধ্যে যে তিক্ত বিভেদ সে বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। ইরাকে মঙ্গলবারের পার্লামেন্ট অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা পর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি আঞ্চলিক সরকারের প্রধান মাসুদ বারজানি বলেন, ইরাক ইতোমধ্যে কার্যত ভাগ হয়ে গেছে। এরপর বারজানি গণমাধ্যমকে বলেন, আগামী কয়েকমাসের মধ্যে কুর্দিদের স্বাধীনতার জন্য একটি গণভোটের আয়োজন করা হবে। এই গণভোট হলে আধুনিক ইরাক ভেঙ্গে পড়বে এবং সম্ভবত বিভেদের আগুন ছড়িয়ে পড়বে কুর্দি প্রধান অঞ্চলগুলোতে। মাসুদ বারজানি আরও বলেন, বর্তমান অবস্থায় কুর্দিস্থানের স্বাধীনতা অর্জনের অধিকার রয়েছে। এখন থেকে আমরা আর আমাদের লক্ষ্য থেকে পিছপা হবো না। মঙ্গলবারের পার্লামেন্ট অধিবেশন মুলতবি হওয়ায় আগামী এক সপ্তাহের মধ্যে আর অধিবেশন বসছে না। ফলে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই পড়ে থাকছে ইরাক। আর সুন্নি ও কুর্দিদের আপত্তির মুখেও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা আঁকড়ে থাকছেন মালিকি। এদিকে ইরাকের উগ্রপন্থী সুন্নি গ্রুপ আইসিসের নেতা আবু বকর আল বাগদাদী মুসলিমদের তার ঘোষিত ইসলামী রাষ্ট্রের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার প্রকাশিত ১৯ মিনিটের এক অডিওটেপে এই আহ্বান জানান মুসলিম বিশ্বের এই স্বঘোষিত খলিফা। তিনি বলেন, মুসলিম জনগণ আপনারা আমাদের পতাকাতলে শামিল হন। এটাই আপনাদের রাষ্ট্র। এক জিহাদী ওয়েবসাইটে এই অডিওটি ছাড়া হয়।
বাগদাদী মূলত প্রশিক্ষিত লোক যেমন আলেম, বিচারক, প্রকৌশলী এবং সামরিক ও প্রশাসনিককাজে দক্ষ লোকদের তাঁর পতাকাতলে শামিলের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি জিহাদীদের এই রমজান মাসে চলমান যুদ্ধকে আরও শাণিত করার আহ্বান জানান তিনি। স্বঘোষিত ইসলামী রাষ্ট্রের খলিফা হিসেবে নিজের নাম প্রকাশের ঠিক দুইদিন পর এ অডিও প্রকাশ করলেন আবু বকর আল বাগদাদী। সিরিয়ার অলেপ্পো থেকে ইরাকের দিয়ালা প্রদেশ পর্যন্ত এই রাষ্ট্রের সীমানা ঘোষণা করেন তিনি।

No comments:

Post a Comment