Wednesday, July 2, 2014

ইরাকে সামরিক অভিযান ছিল বড় ভুল ॥ কেরি

ইরাকে সামরিক অভিযান ছিল বড় ভুল ॥ কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ১১ বছর আগে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান ছিল মারাত্মক ভুল। মঙ্গলবার চীন ভিত্তিক বার্তা সংস্থা ‘জিও নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে জন কেরি বলেন, ইরাক যুদ্ধের ফলে সৃষ্ট নানা সঙ্কট নিয়ে বারাক ওবামা প্রশাসনকে এখনো কাজ করতে হচ্ছে। তিনি স্বীকার করেন, আজকের মধ্যপ্রাচ্যের অনেক সমস্যাই ইরাক যুদ্ধ থেকে সৃষ্টি হয়েছে।
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন রাসায়নিক অস্ত্র সংরক্ষণ করছেন- এই অজুহাতে ওবামার পূর্বসূরি জর্জ ডাব্লিউ বুশ ২০০৩ সালে ইরাকে সামরিক অভিযান চালান। অবশ্য ২০০৪ সালে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র তৎকালীন একজন কর্মকর্তা এক রিপোর্টে বলেন, মার্কিন সামরিক অভিযানের সময় সাদ্দাম সরকারের কাছে কোন গণবিধ্বংসী অস্ত্র ছিল না।
ইরাক যুদ্ধের খরেচ বহন করতে মার্কিন জনগণ ১.৭ ট্রিলিয়ন ডলারের ট্যাক্স দেয়াসহ যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেছনে আরও ৪৯০ বিলিয়ন ডলার খরচ করেছে। ওই পরিমাণ ডলার সুদসহ আগামী চার দশকে ছয় ট্রিলিয়ন ডলারে পরিণত হবে বলে আমেরিকার ব্রাউন ইউনিভার্সিটি এক সমীক্ষায় জানিয়েছে। ইরাক যুদ্ধ সম্পর্কে মার্কিন জনগণ দীর্ঘদিন ধরে যে কথা বলে আসছিল জন কেরি এতদিনে তা প্রকাশ্যে স্বীকার করলেন। আমেরিকার মাত্র ১৮% মানুষ ২০০৩ সালে ইঙ্গো-মার্কিন বাহিনীর ইরাক আগ্রাসনকে যুক্তিযুক্ত মনে করে। সূত্র : ওয়েবসাইট।

No comments:

Post a Comment