শহর কিনবেন শহর?
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪
শুধু বাড়ি বা জমি নয়, বিক্রি হচ্ছে পুরো একটা শহর! দামও খুব বেশি নয়, চার লাখ ইউএস ডলার। এ মূল্য পরিশোধে ইচ্ছুক ব্যক্তি কিনে নিতে পারবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ দাকোটার সুয়েট শহরটি। ১৯৪০ সালেও ছোট এ শহরটিতে বেশ কয়েকটি পরিবার বসবাস করত। ছিল একটি পোস্ট অফিস, কয়েকটি বাড়ি ও একটি মুদির দোকান। সে সময় শহরটিতে ৪০ জন বসবাস করলেও বর্তমানে বাস করেন মাত্র দুজন। তবে তাদের পোষা কুকুরটিকে ধরলে এ সংখ্যা তিনে দাঁড়াবে! শহরটির মালিক ল্যান্স বেনসন ও তার স্ত্রী বসবাস করেন এখানে। শহরটিতে তাদের বাড়ি ছাড়াও একটি বার, একটি ওয়ার্কশপ ও তিনটি লরি রয়েছে। দক্ষিণ দাকোটার মূল শহর থেকে ১৬০ কিলোমিটার (১০০ মাইল) দূরে অবস্থিত ওই শহরটির আয়তন ৬ একরের বেশি। নানা হাত বদলে ১৯৯৮ সালে শহরটির মালিক হন বেনসন। সাবেক স্ত্রীকে ডিভোর্স দেয়ার সময় তার নামে শহরটি লিখে দিয়েছিলেন তিনি। তবে ২০১২ সালে আবার তিনি শহরটির মালিকানা ফিরে পান। এর পর থেকেই বর্তমান স্ত্রীকে নিয়ে সেখানে বসবাস করছেন বেনসন।
গত সপ্তাহে সিটি জার্নালে শহরটি বিক্রির কথা জানান তিনি। তবে এক বছরের মধ্যে শহরটি বিক্রি না হলে নিজ মালিকানায় তা রেখে দেয়ার কথাও জানিয়েছেন বেনসন। রয়টার্স।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/03/118180#sthash.JeXpVoRK.dpufগত সপ্তাহে সিটি জার্নালে শহরটি বিক্রির কথা জানান তিনি। তবে এক বছরের মধ্যে শহরটি বিক্রি না হলে নিজ মালিকানায় তা রেখে দেয়ার কথাও জানিয়েছেন বেনসন। রয়টার্স।
No comments:
Post a Comment