Wednesday, July 2, 2014

শুভেচ্ছা, নাকি চাণক্যের কৌটিল্যশাস্ত্র ​​ ?

শুভেচ্ছা, নাকি চাণক্যের কৌটিল্যশাস্ত্র
​​
?

ড. মাহবুব উল্লাহ্



ভারতের রাষ্ট্রদর্শনে কৌটিল্য এবং মনুসংহিতার বিরাট প্রভাব। মনুসংহিতায় বলা হয়েছে, প্রতিবেশী দেশ রাষ্ট্রের শত্র“। প্রাচীন দর্শনের এ প্রভাব থেকে ভারতের মোদি সরকার কতটা বেরিয়ে আসতে পারবে, তা নিয়ে সংশয় প্রকাশ করা অযৌক্তিক নয়। ভারতের আমলাতন্ত্রের ইস্পাত কাঠামো নির্বাচিত সরকারগুলোকে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নিতে বাধা দেয়। এটাও ভারতের রাষ্ট্রচরিত্রের একটি বড় বৈশিষ্ট্য। এতদসত্ত্বেও আমরা দেখেছি, অকংগ্রেস সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কিছু কিছু অগ্রগতি হয়েছিল। মোদির সরকারের বিশাল শক্তিমত্তা থাকার ফলে অতীতের অকংগ্রেস সরকারগুলোর তুলনায় বর্তমানের অকংগ্রেস সরকারের অধিকতর গতিশীল নীতি গ্রহণ করতে পারার কথা। কিন্তু কৌটিল্য ও মনুসংহিতার নির্দেশিত পথ থেকে ভারতের বর্তমান সরকার কতটুকু বেরিয়ে আসতে পারবে সে ব্যাপারে সংশয় থেকে যায়। 

Full Text:
http://www.jugantor.com/sub-editorial/2014/07/01/117553

No comments:

Post a Comment