ছাড়ছেন না মন্ত্রীরা পাচ্ছেন না এমপিরা
মন্ত্রী হিসেবে তারা পেয়েছেন সরকারি বাড়ি। আবার তারা দখল করে আছেন সংসদ সদস্য হিসেবে পাওয়া ন্যাম ফ্ল্যাটও। এতে ফ্ল্যাট মিলছে না মফস্বলের এমপিদের।খোঁজ নিয়ে দেখা গেছে, নবম সংসদেই মন্ত্রী হয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রী হওয়ার পর মন্ত্রীপাড়ার বাসায় থাকেন তিনি। কিন্তু ন্যাম ফ্ল্যাট ৪-এর ৪০৭ নম্বর ফ্ল্যাটটি তিনি ছাড়েননি; এখনও ব্যবহার করছেন। সেখানে তার ড্রাইভার, গানম্যানসহ এলাকার লোকজন থাকেন।একই অবস্থা যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদেরের। তিনি সংসদ ভবেনের হুইপের একটি বাংলোতে পরিবার নিয়ে থাকেন; কিন্তু দখলে রেখেছেন ৪-এর ৭০১ নম্বর ফ্ল্যাটটি।এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৪-এর ৪০২ নম্বর ফ্ল্যাটটিতে এলাকার নেতারা থাকেন।
দশম সংসদে ভূমিমন্ত্রী হয়েছেন শামসুর রহমান শরিফ। মন্ত্রী হয়ে সুযোগ-সুবিধা নিয়ে পরিবারসহ মন্ত্রীপাড়ায় থাকলেও ন্যাম ফ্ল্যাটের ৪-এর ৪০৩ নম্বর বাসাটি রেখে দিয়েছেন। সেখানে থাকছেন তার এলাকার লোকজন। উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মন্ত্রী হয়ে পরিবার নিয়ে উঠেছেন মন্ত্রীপাড়ায়; কিন্তু তার নামে বরাদ্দ ৬-এর ৯০৩ নম্বর ফ্ল্যাটের বাসাটিও দখলে রেখেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ সাইদুল হক, প্রতিমন্ত্রী কর্নেল (অব.) নজরুল ইসলামও মন্ত্রী হওয়ার পর ন্যাম ফ্ল্যাটের বাসা এখনও ছাড়েননি।
http://www.alokitobangladesh. com/first-page/2014/06/18/ 79542
মন্ত্রী হিসেবে তারা পেয়েছেন সরকারি বাড়ি। আবার তারা দখল করে আছেন সংসদ সদস্য হিসেবে পাওয়া ন্যাম ফ্ল্যাটও। এতে ফ্ল্যাট মিলছে না মফস্বলের এমপিদের।খোঁজ নিয়ে দেখা গেছে, নবম সংসদেই মন্ত্রী হয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রী হওয়ার পর মন্ত্রীপাড়ার বাসায় থাকেন তিনি। কিন্তু ন্যাম ফ্ল্যাট ৪-এর ৪০৭ নম্বর ফ্ল্যাটটি তিনি ছাড়েননি; এখনও ব্যবহার করছেন। সেখানে তার ড্রাইভার, গানম্যানসহ এলাকার লোকজন থাকেন।একই অবস্থা যোগাযোগমন্ত্রী ওবায়েদুল কাদেরের। তিনি সংসদ ভবেনের হুইপের একটি বাংলোতে পরিবার নিয়ে থাকেন; কিন্তু দখলে রেখেছেন ৪-এর ৭০১ নম্বর ফ্ল্যাটটি।এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ৪-এর ৪০২ নম্বর ফ্ল্যাটটিতে এলাকার নেতারা থাকেন।
দশম সংসদে ভূমিমন্ত্রী হয়েছেন শামসুর রহমান শরিফ। মন্ত্রী হয়ে সুযোগ-সুবিধা নিয়ে পরিবারসহ মন্ত্রীপাড়ায় থাকলেও ন্যাম ফ্ল্যাটের ৪-এর ৪০৩ নম্বর বাসাটি রেখে দিয়েছেন। সেখানে থাকছেন তার এলাকার লোকজন। উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মন্ত্রী হয়ে পরিবার নিয়ে উঠেছেন মন্ত্রীপাড়ায়; কিন্তু তার নামে বরাদ্দ ৬-এর ৯০৩ নম্বর ফ্ল্যাটের বাসাটিও দখলে রেখেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ সাইদুল হক, প্রতিমন্ত্রী কর্নেল (অব.) নজরুল ইসলামও মন্ত্রী হওয়ার পর ন্যাম ফ্ল্যাটের বাসা এখনও ছাড়েননি।
http://www.alokitobangladesh.
__._,_.___
No comments:
Post a Comment