Wednesday, July 2, 2014

দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তলব

দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তলব
যুগান্তর ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই, ২০১৪
ভারতের ক্ষমতাসীন বিজেপির (ভারতীয় জনতা পার্টি) কার্যকলাপের ওপরে গুপ্তচরবৃত্তির ঘটনায় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে জরুরি তলব করেছে কেন্দ্রীয় সরকার।
বুধবার অবিলম্বে তাকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হতে বলা হয়েছে।
গোটা বিষয়টি হালকাভাবে দেখা হচ্ছে না বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত। বিশেষ সূত্রের বরাত দিয়ে ভারতের একটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
২০১০ সালে বিশেষ আদালতের অনুমতি নিয়ে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএ বিশ্বের প্রায় ২০০টি দেশের একাধিক প্রতিষ্ঠানের ওপর নজরদারি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এর মধ্যে ভারতের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টিও আছে, যাদের ওপর গোপনে নজরদারি চালিয়েছে এনএসএ।
কয়েক দিন আগে এনএসএর সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন একটি মার্কিন সংবাদমাধ্যমের কাছে এ তথ্য ফাঁস করে দিয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ভারতের বর্তমান মোদির সরকার এ পদক্ষেপ নিয়েছে।
- See more at: http://www.jugantor.com/ten-horizon/2014/07/03/118174#sthash.zP7gTqk2.dpuf

No comments:

Post a Comment