Tuesday, July 1, 2014

রাজশাহীতে গত মাসে নির্যাতনের শিকার ২৮ নারী ও শিশু

রাজশাহীতে গত মাসে নির্যাতনের শিকার ২৮ নারী ও শিশু
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই, ২০১৪
রাজশাহীতে গেল জুন মাসে ২৮ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে নারী রয়েছেন ১৯ জন ও শিশু ৯ জন। স্থানীয় বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, গত ২ জুন রাজশাহী নগরীর শাহ মখদুম থানা এলাকায় যৌতুক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। পরে লাশের মুখে বিষ ঢেলে আÍহত্যা বলে প্রচারের চেষ্টা চালায় ওই স্বামী ও শাশুড়ি। গত ১২ জুন রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হন। তার বাড়ির লোকজন দাওয়াত খেতে গেলে এলাকার বখাটে ভুট্ট আলী একা পেয়ে তাকে ধর্ষণ করে। গত ৯ জুন মতিহার থানার চরখিদিরপুর সীমান্ত এলাকা থেকে ১২ বছরের এক শিশুকে পাচারের হাত থেকে উদ্ধার করে বিজিবি। প্রতারক মনসুর শিশুটিকে স্ত্রী পরিচয়ে কৌশলে সীমান্ত পার করার চেষ্টাকালে তাকে আটক করা হয়। রাজশাহী জেলায় গত মাসে ১৯টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। মহানগরীর চারটি থানায় সংঘটিত হয়েছে ৮টি এবং মহানগরীর বাইরে ৯টি থানায় সংঘটিত হয়েছে ১১টি নির্যাতনের ঘটনা। বাগমারা, বাঘা, দুর্গাপুর, পুঠিয়া, মোহনপুর ও পবা উপজেলায় ১টি করে, চারঘাটে ২টি, গোদাগাড়ীতে ৩টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে আত্মহত্যার চেষ্টা ৩টি, আত্মহত্যা ৫টি, যৌন হয়রানি ২টি, হত্যা ও ধর্ষণ ৫টি, অপহরণের ১টি ঘটনা ঘটে। গত বছর শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৯টি। মহানগরীতে ২টি ও মহানগরীর বাইরে ৯টি থানায় সংঘটিত হয়েছে ৭টি ঘটনা। এর মধ্যে গোদাগাড়ীতে ১টি, পুঠিয়ায় ৫টি, মোহনপুরে ১টি শিশু নির্যাতনের ঘটনা ঘটে।
- See more at: http://www.jugantor.com/news/2014/07/02/117712#sthash.X8Q8Rccl.dpuf

No comments:

Post a Comment