বঙ্গবন্ধুর সমাধিতে যাচ্ছেন মজীনা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-02 22:59:40.0 BdST Updated: 2014-08-02 22:59:40.0 BdST
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা রোববার থেকে বৃহত্তর ফরিদপুর জেলা সফর করবেন, যার অংশ হিসেবে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতেও যাবেন তিনি।
শনিবার ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ দিয়ে পাঁচ দিনের এই সফর শুরু করবেন মজীনা। এরপর পর্যায়ক্রমে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী সফর করবেন তিনি।
বাংলাদেশের ৬৪ জেলা সফরের অংশ হিসেবে তিনি এই পাঁচ জেলা সফর করছেন, যাতে তার সফরসঙ্গী থাকবেন বাংলাদেশে ইউএসএআইডির মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে রাষ্ট্রদূত টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন করবেন। পাশাপাশি স্থানীয় সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
গত মে মাসে কিশোরগঞ্জ-নেত্রকোনা অঞ্চল এবং বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলা সফর করেন মজীনা।
তিন বছর বাংলাদেশে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন ড্যান মজীনা। তার জায়গায় ঢাকা মিশনের দায়িত্ব পালন করতে মে মাসেই আফ্রিকান বংশোদ্ভূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা সফরের সময় সে অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করবেন মজীনা।
এছাড়া ওইসব জেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএসএআইডি’র কিছু প্রকল্পও পরিদর্শনের কথা রয়েছে তার।
No comments:
Post a Comment