Monday, August 18, 2014

ভাষাসৈনিক মতিন গুরুতর অসুস্থ

ভাষাসৈনিক মতিন গুরুতর অসুস্থ
স্টাফ রিপোর্টার ॥ ভাষাসৈনিক আব্দুল মতিন গুরুতর অস্স্থু। সোমবার দুপুরে নিজ বাসায় হঠাৎ স্ট্রোক করায় তাঁকে নগরীর লালমাটিয়ার সিটি হাসপাতালে নেয়া হয়। এখন তাঁকে সেখানেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ হারুন-উর-রশীদ জনকন্ঠকে জানান, তাঁর অবস্থা এখনো আশংকামুক্ত নয়। সিটি ¯ক্যান না করা পর্যন্ত এ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। রাতেই তাঁকে সিটি স্ক্যান করার প্রস্তুুতি চলছে। তিনি বলেন, আটাশি বছরের এই বয়োজ্যেষ্ঠ এমনিতেই ডায়াবেটিস, রিকারেন্স হার্নিয়া ও প্রস্টট গ্লান্ড সমস্যায় ভুগছেন। তার ওপর রয়েছে বাইপাস সার্জারি। এ অবস্থায় স্ট্রোক করাটা বেশ আশঙ্কাজনক।
হাসপাতাল থেকে আব্দুল মতিনের সহধর্মিণী গুলবেদন নেসা মনিকা জনকন্ঠকে বলেন, মোহাম্মদপুরের শিয়া মসজিদ হাউজিং কোয়ার্টারের নিজ বাসায় দুপুরে পত্রিকা পড়তে পড়তে তিনি ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠার পর হঠাৎ মাথা ঘুরে পড়ে যান এবং জ্ঞান হারান। এ অবস্থায় তাঁকে তাৎক্ষণিক নেয়া হয় সোহরাওয়ার্দী হার্ট ইন্সটিটিউটে। সেখানকার চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর তাঁর স্ট্রোক করার কথা বলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। তারপর নিজস্ব ডাক্তারের পরামর্শে আনা হয় সিটি হাসপাতালে। রাত ৭ টা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি।
http://www.allbanglanewspapers.com/janakantha.html

No comments:

Post a Comment