এই বছর প্রায় ৬৫-৭০ জায়গায় মূলনিবাসী অসুর সম্রাট স্মরণে শারদীয়া দশমী উদযাপিত হবে ৷৷ পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগণায় এই অনুষ্ঠানে সমস্ত মূলনিবাসী মানুষদের স্বাগত ৷৷ মালদার হাবিবপুরে একাদশীর দিনে এক সম্মিলিত অনুষ্ঠান হবে ৷৷ আমরা চাই না ব্রাহ্মণ্যবাদী কোন মিডিয়া এর প্রচার করুক, কারণ তাহলে মূল বিষয় বিকৃত হওয়ার সম্ভাবনা ৷৷ মূলনিবাসীদের বিষয় মূলনিবাসীদেরই প্রচার করতে হবে ৷৷
অশোকা বিজয় উৎসব কেন পালন করা উচিত ? কারণ সম্রাট অশোক এই দিন নিগ্রোধের কাছ থেকে বৌদ্ধ দর্শন গ্রহণ করেছিলেন ৷৷ দিনটি ছিল আশ্বিন মাসের শুক্লা দশমী তিথি ৷৷ ব্রাহ্মণ্যবাদীদের হাইজ্যাক্ থেকে মূলনিবাসীদের দিনটি ফিরিয়ে আনতে হবে ৷৷
অশোকা বিজয় উৎসব কেন পালন করা উচিত ? কারণ সম্রাট অশোক এই দিন নিগ্রোধের কাছ থেকে বৌদ্ধ দর্শন গ্রহণ করেছিলেন ৷৷ দিনটি ছিল আশ্বিন মাসের শুক্লা দশমী তিথি ৷৷ ব্রাহ্মণ্যবাদীদের হাইজ্যাক্ থেকে মূলনিবাসীদের দিনটি ফিরিয়ে আনতে হবে ৷৷
No comments:
Post a Comment