Tuesday, August 5, 2014

ছেলেকে মুখ্যমন্ত্রী পদে বসাতে মেনকার তদ্বির

ছেলেকে মুখ্যমন্ত্রী পদে বসাতে মেনকার তদ্বির

আজকালের প্রতিবেদন: মায়ের মন তো! তর আর সইছে না! ‘আমার ছেলে বরুণই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে যোগ্য’– পিলিভিতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী৷‌ তাঁর মম্তব্যে হইচই পড়ে গেছে৷‌ বি জে পি-র রাজ্য সভাপতি লক্ষ্মীকাম্ত বাজপেয়ী এড়িয়ে বলেছেন, ‘ওটা ওঁর ব্যক্তিগত মত৷‌’ ছেলে বরুণ তড়িঘড়ি বলেছেন, ‘মা ওরকম কিছু বলেননি৷‌’

বরুণের বয়স এখন ৩৪৷‌ এবার জিতেছেন সুলতানপুর লোকসভা কেন্দ্র থেকে৷‌ শনিবার পিলিভিতে, নিজের কেন্দ্রে গিয়েছিলেন মেনকা৷‌ সেখানে বলেন, ‘সমাজবাদী পার্টির অপশাসনে উত্তরপ্রদেশ অন্ধকারে ডুবেছে৷‌ আমার কেন্দ্র বলেই মুলায়ম সিং যাদবরা পিলিভিতকে উপেক্ষা করছেন, শাস্তি দিচ্ছেন৷‌ আমাদের পার্টি ক্ষমতায় থাকলে, বিশেষ করে বরুণ মুখ্যমন্ত্রী হলে দেখবেন কতটা উন্নতি হবে পিলিভিতের৷‌’ বরুণ মায়ের সঙ্গে ২০০৪ সালে বি জে পি-তে যোগ দিয়েছেন৷‌ ৮০ আসনের মধ্যে ৭৩ আসনে জিতে বি জে পি স্বভাবতই উত্তরপ্রদেশের ক্ষমতা দখলের অপেক্ষায় আছে৷‌ মুখ্যমন্ত্রিত্বের দাবিদারও অনেক৷‌ মেনকা ছেলের যোগ্যতা নিয়েও সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন৷‌ বলেছেন, ‘দুবারের সাংসদ বরুণ খুব ভাল কাজ করছে৷‌ সংসদে মানিয়ে নিয়েছে৷‌ খুব পড়াশোনা করে৷‌ অনেক সংবাদপত্রে প্রবন্ধ লেখে৷‌ যেভাবে এগোচ্ছে তাতে আমি খুব খুশি৷‌’ বরুণ অবশ্য এত তাড়াহুড়োয় রাজি নন৷‌ এখন তিনি দলের সাধারণ সম্পাদক৷‌ দলের নতুন সভাপতি অমিত শাহ’র দলে জায়গা থাকে কিনা সেটাই এখন দেখার৷‌ এদিকে লক্ষ্মীকাম্ত বাজপেয়ীকে উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে প্রচার শুরু হয়ে গেছে ফেসবুকে৷‌ রাজ্যে বিধানসভা নির্বাচন ২০১৭ সালে৷‌ মেনকার মম্তব্য নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কিছু বলতে চাননি৷‌ উত্তরপ্রদেশের স্বাস্হ্যমন্ত্রী আমেদ হাসান ঠেস দিয়ে বললেন, ‘মেনকা দিবাস্বপ্ন দেখছেন৷‌ বোঝাই যাচ্ছে ছেলেমেয়েদের আখের গুছিয়ে দিতে বি জে পি-র নেতারা কত ব্যস্ত৷‌’

No comments:

Post a Comment