লালবাগে রিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-07 22:31:36.0 BdST Updated: 2014-08-07 22:31:36.0 BdST
রাজধানীর লালবাগে ব্যাটারিচালিত রিকশায় ওড়না পেঁচিয়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকালে লালবাগের ঘোড়াশরীফ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি জানান, সকালে বাসা থেকে কলেজে যাওয়ার জন্য ঘোড়াশরীফ মাজারের সামনে থেকে একটি ব্যাটারিচালিত রিকশায় উঠেন নীলা।
সেখানেই রিকশাটির সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন তিনি।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পরিদর্শক মোজাম্মেল জানান।

No comments:
Post a Comment