বাবার পিস্তলে ছেলের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-08 11:50:55.0 BdST Updated: 2014-08-08 13:47:05.0 BdST
রাজধানীর উত্তরায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন তার ছেলে।
নিহতের নাম ফাহিম সারোয়ার (৩৬)। তার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল সরোয়ার আলম মোল্লা রক্ষীবাহিনীর উপ-পরিচালক ছিলেন। রাষ্ট্রদূতের দায়িত্বও তিনি পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।
অবশ্য তিনি কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন তা জানা যায়নি।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উত্তরা এক নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ২২ নম্বর বাড়ির দোতলা থেকে ফাহিমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকালে ফাহিমের বাবা-মা, বড় ভাইসহ বাসার অন্যান্যরা তাদের এক ভাগ্নির গায়ে হলুদে যান। সন্ধ্যায় বাসায় ফিরে ফাহিমের নিথর দেহ দেখে থানায় খবর দেন।
তিনি বলেন, ফাহিম তার বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ আট রাউন্ড গুলিসহ পিস্তলটি জব্দ করেছে।
পরিবারের স্বজনরা পুলিশকে জানিয়েছেন, অবিবাহিত ফাহিম মানসিকভাবে অসুস্থ ছিলেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ফাহিম তার বাবার লাইসেন্স করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ আট রাউন্ড গুলিসহ পিস্তলটি জব্দ করেছে।
পরিবারের স্বজনরা পুলিশকে জানিয়েছেন, অবিবাহিত ফাহিম মানসিকভাবে অসুস্থ ছিলেন।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।


No comments:
Post a Comment