পদ্মায় প্রাণের সঙ্গে হারালো পরিচয়
রিপন চন্দ্র মল্লিক, মাদারীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-08 20:45:43.0 BdST Updated: 2014-08-08 23:55:50.0 BdST
পদ্মায় লঞ্চডুবির পর নদীতে ভেসে ওঠা ১২টি লাশ শুক্রবার দাফন করা হয়েছে মাদারীপুরের শিবচরে, যাদের নাম-পরিচয় অজ্ঞাত রয়ে গেছে।
জুমার নামাজের পর জানাজা শেষে শিবচর পৌর কবরস্থানে তাদের দাফন হয় বলে মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ জানান।
গত সোমবার তিন শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় লঞ্চডুবির পর ঘটনাস্থলের আশপাশ ও ভাটিতে বিভিন্ন এলাকায় পদ্মা ও মেঘনায় লাশ ভেসে ওঠে।
স্বজনদের কাছে পৌঁছে দেয়ার জন্য শিবচরের পাচ্চর প্রাথমিক বিদ্যালয় মাঠে লাশ সনাক্ত কেন্দ্রে রাখা হয় এসব মৃতদেহ। সেখান থেকে আপনজনের লাশ নিয়ে ফেরেন অনেকে। আর সনাক্ত না হওয়া লাশগুলো পড়ে থাকে কেন্দ্রে।
কিন্তু লঞ্চডুবির পঞ্চম দিনে লাশে পচন ধরে দুর্গন্ধ ছড়ানোয় সেগুলো দাফনের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।
জেলা প্রশাসক বলেন, লাশগুলোর এমন অবস্থা যে সেগুলো আর রেখে দেয়া সম্ভব হচ্ছিল না। শুক্রবার জুমা শেষে শিবচর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহিতুল ইসলামের পরিচালনায় লাশগুলোর জানাজা পড়া হয়। এরপর দাফন করা হয়।
তিনি জানান, শুক্রবার দুপুর পর্যন্ত শিবচরের লাশ সনাক্ত কেন্দ্রে ৩৫ জনের লাশ আনা হয়। এদের মধ্যে ১৮টি লাশ সনাক্ত শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

মাদারীপুরের সিভিল সার্জন বাসুদেব কুমার বলেন, এসব লাশের অধিকাংশই পচে বিকৃত হয়ে যাওয়ায় চিনতে সমস্যা হচ্ছিল। তাই ডিএনএ টেস্টের জন্য সেগুলোর নমুনা ও ছবি সংগ্রহ করে রাখা হয়েছে।
লাশ দাফনের সময় জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসাইন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন খানসহ স্থানীয় কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।


No comments:
Post a Comment