বাচ্চার পড়া নিয়ে কলহ, মায়ের আত্মহত্যা
গাজীপুর প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-08-08 13:05:47.0 BdST Updated: 2014-08-08 13:20:02.0 BdST
রাতে তিন বছরের শিশুকন্যাকে পড়ার জন্য চাপাচাপি করছিলেন মা। বাবার আপত্তি- ছোট মানুষ, এখন তার ঘুমের সময়। এ নিয়ে ঝগড়ার পর অভিমানে আত্মহত্যাই করলেন এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার টঙ্গীর আরিচপুর এলাকায়।
টঙ্গী থানার এসআই আব্দুল মান্নান তালুকদার জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রোকসানা আক্তার (২৫) তার তিন বছরের শিশু কন্যাকে ঘুম না পাড়িয়ে পড়াশোনার জন্য চাপাচাপি করছিলেন। এ সময় মেয়েকে পড়ার জন্য চাপ দিতে বারণ করেন স্বামী লিটন মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লিটন মিয়া মেয়েকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে পাশের চায়ের দোকানে চলে যান। আধঘণ্টা পর বাসায় ফিরে নিজ ঘরে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ তার মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শুক্রবার সকালে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে রোকসানার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই মান্নান।
লিটন মিয়ার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় থানা এলাকায়। টঙ্গীতে একটি পোশাক করাখানায় চাকরি করতেন তিনি।
রোকসানার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলফাডাঙ্গায়।
রোকসানার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলফাডাঙ্গায়।

No comments:
Post a Comment